মোস্তাফিজের বিকল্প খুঁজতে যে কারণে দেরি হচ্ছে

আইপিএল থেকে হতাশা আর চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজ। ফাইল ছবি
আইপিএল থেকে হতাশা আর চোট নিয়ে ফিরেছেন মোস্তাফিজ। ফাইল ছবি
>সফরের আগের রাতে জানা গেল, চোটে পড়ায় মোস্তাফিজের যাওয়া হচ্ছে না দেরাদুনে। আফগানিস্তান সিরিজে যেহেতু মোস্তাফিজকে পাওয়া যাবে না, তাঁর বিকল্প খুঁজতে একটু সময় নিচ্ছে বিসিবি। কেন? সেটির ব্যাখ্যা দিলেন বিসিবি পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান


হঠাৎ বাংলাদেশ দলে কেমন এক অস্বস্তির বাতাস। সকালে ভারতে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে কোনো খেলোয়াড়ই আসতে চাইলেন না সংবাদমাধ্যমের সামনে। অস্বস্তিটা যে মোস্তাফিজুর রহমানকে নিয়ে, তা না বললেও চলছে। সফরের আগ মুহূর্তে বাঁহাতি পেসারকে হারিয়ে বিরাট ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

মোস্তাফিজকে যেহেতু পাওয়াই যাচ্ছে না, এই সিরিজে তাঁর বিকল্প কে হবেন, সেটি খুঁজতে শুরু করেছেন বিসিবির দুই নির্বাচক। আজ বেলা ১১টার দিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কক্ষে লম্বা এক সভা করলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। প্রায় চার ঘণ্টার বৈঠকের মাঝে আকরাম কথা বললেন বিসিবি সভাপতির সঙ্গেও। মোস্তাফিজের বিকল্প হিসেবে কে যাচ্ছেন ভারতে, এরপরও জানাতে পারেননি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।

বিকল্প খুঁজতে কেন দেরি হচ্ছে—সেটির ব্যাখ্যা হিসেবে আকরাম বলেছেন, ‘আমরা সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছি। কাল বা পরশু জানিয়ে দেব। দল আজ সেখানে গেছে। কাল প্রথম অনুশীলন শুরু করবে। সেখানকার কন্ডিশন বুঝে আমরা ঠিক করব একজন পেসার, নাকি একজন স্পিনার পাঠাব। মোস্তাফিজের চোটটা যেহেতু শেষ মুহূর্তে ধরা পড়েছে। আমরা একটু সময় নিচ্ছি।’

আইপিএলের যে ম্যাচটিতে বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন, সেটির পর মোস্তাফিজ দেশে ফিরে অনুশীলন করেছেন। একটি প্রস্তুতি ম্যাচে খেলেছেন। ওই ম্যাচে পুরো ৪ ওভার বোলিংও করেছেন। আকরাম জানালেন, আইপিএল থেকে আসার পর মোস্তাফিজ বাংলাদেশ দলের ফিজিওকে চোটের বিষয়টি জানিয়েছিলেন। তবে তাঁরা বুঝতে পারেননি যে চোটটা ধীরে ধীরে গুরুতর হতে যাচ্ছে। আকরাম বললেন, ‘শুরুতে ব্যথাটা গুরুতর ছিল না। ধীরে ধীরে এটা বেড়েছে। যাওয়ার আগে কাল আরেকবার দেখাতে গিয়ে ধরা পড়ল চোটটা আসলেই গুরুতর।’

প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নিলে ব্যথাটা হয়তো বাড়ত না। কিংবা ব্যথা নিয়ে সফরে গেলেও হয়তো সিরিজের মাঝে ছিটকে পড়ার আশঙ্কা থাকত। যেটাই হোক, মোস্তাফিজকে হারিয়ে বাংলাদেশ যে বড় ধাক্কা খেয়েছে, স্বীকার করছেন আকরাম, ‘সে আমাদের দলে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও ছিটকে পড়ায় আমাদের পেস বোলিংয়ে শক্তি অনেক কমে গেছে। ইনিংসের শুরুর দিকে কিংবা ডেথ ওভারে ওর ওপর আমরা অনেক ভরসা করি। শেষ মুহূর্তে আমরা অনেক বড় ধাক্কা খেয়েছি।’

পরে নির্বাচক হাবিবুল যোগ করলেন, টিম ম্যানেজমেন্টের কাছে কন্ডিশন নিয়ে পরিষ্কার বার্তা পাওয়ার পর এমনও হতে পারে যে মোস্তাফিজের বিকল্প হিসেবে কাউকেই পাঠাচ্ছেন না।