বাংলাদেশের জন্য কেমন উইকেট অপেক্ষা করছে?

মোস্তাফিজ নেই, কিন্তু সুযোগ এসেছে বাকিদের জ্বলে ওঠার। ছবি: প্রথম আলো
মোস্তাফিজ নেই, কিন্তু সুযোগ এসেছে বাকিদের জ্বলে ওঠার। ছবি: প্রথম আলো
>দেরাদুনে আগে কখনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হবে ভারতের উত্তরাখন্ডের এই ভেন্যুর। কাল অনুশীলনের পর নতুন এই ভেন্যুর উইকেট সম্পর্কে একটি ধারণা পেয়েছে বাংলাদেশ।

আইপিএলের পর দুদিনের বিশ্রাম নিয়ে আজ দেরাদুনে রওনা দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে গেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও। দেরাদুনের উইকেট কেমন হবে দুজনের বলা কঠিন। তবে কাল বাংলাদেশ যেহেতু প্রথম অনুশীলন করেছে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে, এরই মধ্যে একটা ধারণা পাওয়া গেছে উইকেট সম্পর্কে।

কাল উইকেট দেখে নির্বাচকদের যেটি জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট, সেটির পরিপ্রেক্ষিতে আজ ভারতে রওনা দেওয়ার আগে মিনহাজুল বলেন, ‘কালই প্রথম দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের সবাই যেটা বুঝেছে উইকেটে একটু বাউন্স থাকবে। আফগানিস্তান দলও কিন্তু ওখানে পুরোপুরি অভ্যস্ত নয়। ওখানে তারা শুধু অনুশীলনই করেছে, ম্যাচ খেলেনি। দিন শেষে যারা ভালো খেলবে, ম্যাচ তাদের দিকেই যাবে। নিদাহাস ট্রফিতে আমরা ভালো খেলেছি। আমি বিশ্বাস করি, এখানেও আমরা ভালো খেলব।’

কাল অনুশীলনের আগে পেসার আবু জায়েদ বলছিলেন, উইকেটে ঘাস আছে। পেসাররা বাড়তি সুবিধা পেতে পারে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছিলেন, উইকেট আরও শুকাবে আর বাউন্স থাকবে। এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেট পেসারদের মুখে হাসি ফোটাতে পারে। সেটিই যদি হয়, বাংলাদেশের নিশ্চয়ই আফসোস হচ্ছে শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানকে হারিয়ে।

অধিনায়ক সাকিব বিমান ধরার আগে যেমন বলে গেলেন, ‘স্বাভাবিকভাবে একটু সমস্যা হবে। আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার সে। স্বাভাবিকভাবেই আমাদের জন্য একটু কঠিন হবে। তবে এটা অন্য বোলারদের সুযোগও। যার জন্য সুযোগটি আসবে সে যেন ভালোভাবে কাজে লাগাতে পারে।’ মিনহাজুলও মনে করছেন বাকি পেসারদের জ্বলে ওঠার এটা এক দারুণ সুযোগ, ‘আমাদের পেস বিশেষজ্ঞ বোলার রুবেল (হোসেন) তো আছেই। রাহি (আবু জায়েদ) আছে। গত বিপিএলে যথেষ্ট ভালো করেছে। সে যদি সুযোগ পায় তাহলে এটা হবে তার জন্য বড় প্ল্যাটফর্ম।’

সিরিজে বাংলাদেশ কেমন করবে, সেটি এখনই বলা যাবে না। তবে সাকিব চান প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে, ‘চেষ্টা করব ম্যাচ ধরে ধরে খেলতে। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো শুরু করতে পারি তাহলে ছন্দ পেয়ে যাব। পরের দুই ম্যাচ তখন আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।’

কাল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচ দিয়ে উইকেট-কন্ডিশন সম্পর্কে ধারণাটা আরও পোক্ত হবে সাকিবদের।