মধুচন্দ্রিমা ফেলে দলের অনুশীলনে অস্ট্রেলিয়ার এই ফুটবলার

জশ রিসডন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া। ছবি: টুইটার
জশ রিসডন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া। ছবি: টুইটার
>অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জশ রিসডন বিয়ের পরদিনই জানতে পারেন দেশ ছাড়তে হবে। তুরস্কে অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড। যোগ দিতে হবে এই স্কোয়াডের সঙ্গে। এখান থেকে বেছে নেওয়া হবে রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চূড়ান্ত ২৩ সদস্যের দল। রিসডন তাই অনেকটা বাধ্য হয়েই মধুচন্দ্রিমা ফেলে যোগ দিয়েছেন অনুশীলন ক্যাম্পে

ক্যারিয়ার গড়তে ফুটবলারদের ত্যাগের শেষ নেই। অনেকে তো প্রিয়তমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও দ্বিধা করেন না! জশ রিসডনকে অবশ্য সেরকম কিছু করতে হয়নি। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে তাঁর বিসর্জনটা একেবারে কমও নয়। খুব সাধ করে বিয়ে করেছিলেন, নবপরিণীতাকে নিয়ে যেতে চেয়েছিলেন মধুচন্দ্রিমায়। কিন্তু সেটি আর হচ্ছে না। রিসডনের কাছে মধুচন্দ্রিমার চেয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়াই মুখ্য।
ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের এই ডিফেন্ডারের আসলে কপাল খারাপ। কোনো ঝামেলার মধ্যে না পরতে অফ-সিজনে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে ভেসে এল সুখবর, বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। কিন্তু রিসডনের জন্য এই খুশির খবর শেষ পর্যন্ত হরিষে বিষাদ। তিনি তখন জানতেন না, দল চূড়ান্ত করতে প্রাথমিক স্কোয়াডকে দেশের বাইরে অনুশীলনে পাঠানো হবে। রিসডন তা জেনেছেন বিয়ের পরদিন!

কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেন রিসডন। নবপরিণীতার সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম
কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেন রিসডন। নবপরিণীতার সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম

তুরস্কে অনুশীলন ক্যাম্প করবে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড। এখান থেকে বেছে নেওয়া হবে রাশিয়া বিশ্বকাপে চূড়ান্ত ২৩ জনের দল। এই অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বিয়ের পরদিনই দেশ ছাড়ার নির্দেশ পান রিসডন। অগত্যা মধুচন্দ্রিমা শিকেয় তুলে রিসডন যোগ দিয়েছেন স্কোয়াডের সঙ্গে। অবশ্য এ নিয়ে এতটুকু খেদও নেই অস্ট্রেলিয়ার হয়ে ৬ ম্যাচ খেলা এই ফুটবলারের। বরং দলের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনে নব্য জীবনসঙ্গীকেও কৃতিত্ব দিচ্ছেন রিসডন,‘এত দ্রুতই বউকে ছেড়ে যাওয়াটা যে কঠিন হবে তা ভাবিনি। তাঁকে ধন্যবাদ, সিদ্ধান্তটার পেছনে তাঁর সমর্থন ছিল।’