'খেলোয়াড়েরা মানসিকভাবে শক্ত নয়'

>
খালেদ মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি
খালেদ মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ। কারণ হিসেবে খেলোয়াড়েরা মানসিকভাবে পিছিয়ে আছেন বলে মনে করেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ

‘দেরাদুনে নিদারুণ বাংলাদেশ!’ ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই সারাংশ। হতাশা লুকিয়ে রাখতে পারেননি বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদও।

রোববার রাতে আফগানদের দেওয়া ১৬৮ রানের জবাবে বাংলাদেশ থেমে গেছে ১৯ ওভারে ১২২ রানেই। খেলতে পারেনি পুরো ওভার। আফগানিস্তান কী এমনই ভয়ংকর দল হয়ে উঠল বাংলাদেশের জন্য! এর পেছনের কারণ হিসেবে খেলোয়াড়দের মানসিকতাকেই দায়ী করছেন বাংলাদেশ দলের ম্যানেজার, ‘আমরা ছেলেদের নিয়ে খুব হতাশ। এত অনুশীলন করানো হয়, এত কিছু হয়। তবুও তারা কেন মাঠে এসে করে দেখাতে পারে না, তা আমার জানা নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, সততার সঙ্গে যদি বলি, অান্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়েরা মানসিকভাবে শক্ত নয়।’

মানসিকভাবে কোথায় বাংলাদেশ পিছিয়ে গেছে, আর আফগানরা এগিয়ে গেছে? সেই ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক তারকা। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ছিল ১০৫। শেষ ৪ ওভারে রান ৬২! এই চার ওভারেই তো বোঝা যায় খেলোয়াড়দের মানসিক পার্থক্য। মাহমুদ বলছেন, ‘শেষ ৪ ওভারে রাহী (আবু জায়েদ), আবুল হোসেন ও রুবেলরা ৬২ রান দিয়েছে। অথচ তার দুই ওভার আগেই রিয়াদ দুই উইকেট নিয়ে চাপ সৃষ্টি করেছিল। সেখান থেকে আমরা যেভাবে বল করলাম আর তারা যেভাবে ব্যাট করল, এটা মানসিক চাপ ছাড়া তো কিছুই নয়।’

৪৫ রানে হেরে যাওয়া ম্যাচেও লড়াই যা করার করেছেন দলের অভিজ্ঞ খেলোয়াড়েরা। মাহমুদউল্লাহ ও সাকিব বল হাতে লড়েছেন। আর ব্যাটিংয়ে তরুণ লিটন ছাড়া কিছুটা প্রতিরোধ গড়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিকই। বোঝাই যাচ্ছে, এখনো দলের কান্ডারি সেই সিনিয়াররাই। কিন্তু এভাবে চলতে থাকাটা যে অশনিসংকেত, তা বুঝিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ, ‘সাকিব যেভাবে পরিকল্পনা করে খেলে বা ম্যাচ রিড করে, অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের মধ্যেও এটা আছে। এই সিনিয়রগুলো যদি হঠাৎ করে সরে যায়, এদের আমরা না খেলাই, তাহলে বাংলাদেশ কিন্তু খুবই সাধারণ একটা দল।’

তবুও সবকিছু শেষে ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন মাহমুদউল্লাহ। তিনি মনে করেন, সবাই দায়িত্ব নিয়ে খেলতে পারলে সিরিজে ফেরা সম্ভব।