বিশ্বকাপের সবচেয়ে বেশির যত রেকর্ড

বিশ্বকাপের রেকর্ড মানেই ব্রাজিল আর জার্মানির নাম! ব্রাজিল এগিয়ে, জার্মানিও খুব পিছিয়ে নেই! ফাইল ছবি
বিশ্বকাপের রেকর্ড মানেই ব্রাজিল আর জার্মানির নাম! ব্রাজিল এগিয়ে, জার্মানিও খুব পিছিয়ে নেই! ফাইল ছবি

বিশ্বকাপের সবচেয়ে বেশির রেকর্ড

চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি উপস্থিতি—ব্রাজিল (২১)।

সবচেয়ে বেশি শিরোপা জয়—ব্রাজিল (৫)।

সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল—জার্মানি (৮)।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল—জার্মানি (১০৬)।

সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল—ব্রাজিল (৭০)।

সবচেয়ে বেশি ম্যাচ হারা দল—মেক্সিকো (২৫)।

সবচেয়ে বেশি ম্যাচ ড্র করা দল—ইতালি (২১)।

সবচেয়ে বেশি গোল করা দল—জার্মানি (২২১)।

সবচেয়ে বেশি গোল হজম করা দল—জার্মানি (১২১)।

সবচেয়ে বেশিবার খেলে দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারা দল—স্কটল্যান্ড (৮)।

সবচেয়ে বেশি টানা শিরোপা—২; ইতালি (১৯৩৪, ১৯৩৮), ব্রাজিল (১৯৫৮, ১৯৬২)।

সবচেয়ে বেশি টানা ফাইনাল—৩; (জার্মানি ১৯৮২-১৯৯০), ব্রাজিল (১৯৯৪-২০০২)।

সবচেয়ে বেশি টানা জয়—১১; ব্রাজিল।

সবচেয়ে বেশি ম্যাচে টানা অপরাজিত—১৩; ব্রাজিল।

সবচেয়ে বেশিবার অংশগ্রহণ—৫ বার; আন্তোনিও কারবাজাল (মেক্সিকো, ১৯৫০-১৯৬৬), লোথার ম্যাথাউস (জার্মানি, ১৯৮২-১৯৯৮) ও জিয়ানলুইজি বুফন (ইতালি, ১৯৯৮-২০১৪)।

৩ বার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার—পেলে (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০)।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার—লোথার ম্যাথাউস (জার্মানি, ২৫ ম্যাচ)।

সবচেয়ে বেশি সময় খেলা—২২১৭ মিনিট; পাওলো মালদিনি (ইতালি)।

সবচেয়ে বেশি ফাইনালে উপস্থিতি—৩ বার (কাফু, ব্রাজিল ১৯৯৪-২০০২)।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা অধিনায়ক—ডিয়েগো ম্যারাডোনা (১৬ ম্যাচ)।

বদলি ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার—ডেনিলসন (ব্রাজিল, ১১ ম্যাচ)।

দুবার বিশ্বকাপ জেতা কোচ—ভিত্তরিও পোজ্জো (ইতালি, ১৯৩৪ ও ১৯৩৮)।

কোচ হিসেবে সবচেয়ে বেশি বিশ্বকাপে অংশগ্রহণ—৬, কার্লোস আলবার্তো পাহেইরা (কুয়েত ১৯৮২, আরব আমিরাত ১৯৯০, ব্রাজিল ১৯৯৪ ও ২০০৬, সৌদি আরব ১৯৯৮, দক্ষিণ আফ্রিকা ২০১০)।

বিশ্বকাপে পাঁচটি ভিন্ন দেশের কোচ—বোরা মিলুটিনোভিচ (মেক্সিকো ১৯৮৬, কোস্টারিকা ১৯৯০, যুক্তরাষ্ট্র ১৯৯৪, নাইজেরিয়া ১৯৯৮, চীন ২০০২)। কার্লোস আলবার্তো পাহেইরা (কুয়েত ১৯৮২, আরব আমিরাত ১৯৯০, ব্রাজিল ১৯৯৪ ও ২০০৬, সৌদি আরব ১৯৯৮, দক্ষিণ আফ্রিকা ২০১০)।

nসবচেয়ে বেশি বয়সী কোচ—অটো রেহেগাল (৭১ বছর ৩১৭ দিন, গ্রিস ২০১০)।

nখেলোয়াড় ও কোচ হিসেবে টুর্নামেন্ট জয়—মারিও জাগালো (ব্রাজিল, ১৯৫৮ ও ১৯৬২ খেলোয়াড়, ১৯৭০ কোচ) ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি, ১৯৭৪ খেলোয়াড়, ১৯৯০ কোচ)।