আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আগুয়েরো

হিগুয়েইনকে বাইরে রেখে একাদশ সাজিয়েছেন সাম্পাওলি। ছবি: এএফপি
হিগুয়েইনকে বাইরে রেখে একাদশ সাজিয়েছেন সাম্পাওলি। ছবি: এএফপি
>মস্কোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এই ম্যাচের নিজের প্রথম একাদশ আগের দিনই জানিয়ে দিলেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

কোচরা একাদশ ঘোষণা করেন সাধারণত ম্যাচ শুরুর আগে। কিন্তু হোর্হে সাম্পাওলি এ ক্ষেত্রে ব্যতিক্রম। আইসল্যান্ডের মুখোমুখি হওয়ার আগের দিনই আর্জেন্টিনা কোচ জানিয়ে দিলেন তাঁর একাদশ!
মস্কোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আইসল্যান্ডের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনা একাদশ সাম্পাওলি জানিয়ে দেন গতকালের সংবাদ সম্মেলনে। তাঁর ভাষ্য, আইসল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে কে কে খেলবে, সে ব্যাপারে তিনি বুধবারই নিশ্চিত হয়েছেন। তাই একাদশ গোপন করে কী লাভ!
সংবাদ সম্মেলনে সাম্পাওলি এ নিয়ে প্রশ্নেরও সম্মুখীন হয়েছিলেন। আইসল্যান্ড গত ইউরোর কোয়ার্টার ফাইনালে খেললেও শক্তিতে আর্জেন্টিনার ধারেকাছেও নেই। সাম্পাওলি বুঝি তাঁদের খাটো চোখে দেখেই একাদশটা আগেভাগে জানিয়ে দিলেন—এই প্রশ্নের জবাবে আর্জেন্টিনা কোচের ভাষ্য, ‘না, আগেই একাদশ জানানোর কারণ হলো আমরা বুধবারই নিশ্চিত হয়েছি কে কে খেলবে। আপনাদের আজ তা জানালাম। এর কারণ, আজ একাদশ নিয়েই অনুশীলন করেছি এবং তা গোপন করে লাভ নেই। আইসল্যান্ড কেমন খেলে আমরা জানি। ম্যাচটা কঠিন হবে। তাদের রক্ষণ বেশ শক্ত, আর তাই হারানোটা সহজ হবে না।’
প্রথম একাদশে গঞ্জালো হিগুয়েইন ও পাওলো দিবালাকে রাখেননি সাম্পাওলি। দলকে সম্ভবত ৪-২-৩-১ ফরমেশনে খেলাবেন তিনি। আর তাই আক্রমণভাগের ফলায় সার্জিও আগুয়েরোকে রেখে পেছনে খেলাবেন লিওনেল মেসিকে। আক্রমণ তৈরিতে মেসিকে সঙ্গ দেবেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও ম্যাক্সমিলিয়ানো মেজা। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে হাভিয়ের মাচেরানোর পাশে লুকাস বিলিয়াকে বেছে নিয়েছেন সাম্পাওলি। দুই উইংয়ে এদুয়ার্দো সালভিও এবং নিকোলাস ত্যাগলিয়াফিকো। দলের দুই সেন্টার ব্যাক নিকোলাস ওটামেন্দি ও মার্কোস রোহো। গোলরক্ষক উইলি ক্যাবায়েরো।
ফরোয়ার্ড পাওলো দিবালাকে একাদশের বাইরে রাখার ব্যাখ্যাও দিয়েছেন সাম্পাওলি। তাঁর মতে, জুভেন্টাসের ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মেসির সঙ্গে খেলার জন্য এখনো প্রস্তুত নয়। যদিও দিবালার প্রশংসাই করেছেন সাম্পাওলি, ‘মেসি ও দিবালাকে একসঙ্গে খেলানোর ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। পাওলো অবশ্য তার জায়গা থেকে অনেক উন্নতি করেছে। তবে দুজনকে একসঙ্গে খেলাতে আমাকে এখনো অপেক্ষা করতে হবে। সঠিক সময় এখনো আসেনি।’

আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম একাদশ: উইলি ক্যাবায়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওটামেন্দি, মার্কোস রোহো, নিকোলাস ত্যাগলিয়াফিকো, লুকাস বিলিয়া, হাভিয়ের মাচেরানো, ম্যাক্সিমিলিয়ানো মেজা, লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো।