এমন ভুল করতে পারলেন ডি গেয়া!

স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গেয়ার জন্য দুঃস্বপ্ন হয়েই এল বিশ্বকাপের প্রথম ম্যাচ। ছবি: মার্কা
স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গেয়ার জন্য দুঃস্বপ্ন হয়েই এল বিশ্বকাপের প্রথম ম্যাচ। ছবি: মার্কা
>হাত ফসকে গোল খেয়ে হঠাৎ খলনায়ক ডি গেয়া। বিশ্বকাপ অনেক সময় বিশ্বের সেরা খেলোয়াড়টিকেও টেনে নিচে নামায়।

কী দুর্দান্ত ফুটবলটাই না গত রাতে উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। স্পেন-পর্তুগাল ম্যাচটি এমনিতেই উপভোগের বার্তা নিয়ে এসেছিল সবার জন্য। ৩-৩ স্কোরলাইন, ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক ফুটবলপ্রেমীদের তৃপ্তিতে দিয়েছে পূর্ণতা। তবে ম্যাচটি সবার মনে থাকবে স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গেয়ার বাজে কিপিংয়ের কারণেই। এই গোলরক্ষকের একটি মারাত্মক ভুলেই ম্যাচে জয়বঞ্চিত হয়েছে স্পেন।

পর্তুগালের হয়ে স্পেনের বিপক্ষে একাই লড়েছেন রোনালদো। ম্যাচটা যেন হয়ে উঠেছিল রোনালদো বনাম স্পেন। কিন্তু রোনালদো তাঁর দ্বিতীয় গোলটিতে ভাগ্যের ছোঁয়া পেয়েছেনএ কথা পাঁড় রোনালদো-ভক্তরাও অস্বীকার করতে পারবেন না। ম্যাচের ৪৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শটটি ডি গেয়ার হাত ফসকে জালে চলে যায়। গোলটি ডি গেয়ার মতো গোলরক্ষক কীভাবে হজম করলেন, স্প্যানিশ-সমর্থকদের সেই সমীকরণ মেলাতে কিন্তু লেগে যাবে বহুদিন!

রোনালদো নিজেও কি ভেবেছিলেন, ওই শটটিতে গোল পেয়ে যাবেন! যে গোলরক্ষককে এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে ধরা হয়! বিশ্বকাপ ফুটবল তো এমনই। এই মঞ্চে অনেক নায়কই বনে যেতে পারেন খলনায়ক! ডি গেয়া যেমন হলেন কাল।