জার্মানির বিপক্ষে গোলে মেক্সিকোয় ভূমিকম্প!

জার্মানিকে হারিয়ে বুনো উল্লাসে মেতেছিল মেক্সিকোর মানুষ। ছবি: রয়টার্স
জার্মানিকে হারিয়ে বুনো উল্লাসে মেতেছিল মেক্সিকোর মানুষ। ছবি: রয়টার্স
>ভূমিকম্পই হয়ে গেছে মেক্সিকোয়। আক্ষরিক অর্থেই। লোজানোর জয়সূচক গোলটির সময় মেক্সিকোর মানুষ এমন উল্লাসে মেতেছিল, তাতে ভূমিকম্পই নাকি হয়ে গেছে।

ভূমিকম্পই ঘটিয়ে দিল বিশ্বকাপ! আক্ষরিক অর্থেই গতকাল ভূমিকম্প ঘটে গেছে মেক্সিকোয়। জার্মানির বিপক্ষে ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়ে কাল বিশ্বকাপ জমিয়ে দিয়েছে তারা। তবে ভূমিকম্প হয়েছে হিরভিং লোজানোর ওই গোলটির সময়ই।

ম্যাচের ৩৫ মিনিটে জার্মানির বিপক্ষে মেক্সিকোকে এগিয়ে দেন লোজানো। গোলটির মুহূর্তে মেক্সিকোবাসী এমনভাবে লাফিয়ে উঠেছিল যে রিখটার স্কেলে সেটি ভূমিকম্প হিসেবেই ধরা পড়েছে। ইউএসএ টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া আর্থকোয়েক সেন্টারের রিখটার স্কেলে গোলের মুহূর্তে ধরা পড়ে ২ মাত্রার ভূমিকম্প। মাত্রা কম হওয়ার কারণেই সেটি মানুষ অনুভব করেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক জন ই ভিদেল।

গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে মেক্সিকো। দেশটির মানুষ অধীর হয়েই জাতীয় দলের সাফল্যের অপেক্ষায় ছিলেন। ম্যাচ শেষে উৎসবটা তাই ছিল বাঁধভাঙা, কিছুটা বুনোও।