একনজরে এই বিশ্বকাপে গোলের রেকর্ড ও পরিসংখ্যান

এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান দুই খেলোয়াড়। দেনিস চেরিশেভ (ওপরে) ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান দুই খেলোয়াড়। দেনিস চেরিশেভ (ওপরে) ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

বিশ্বকাপে ৩২টি দলেরই একটি করে ম্যাচ শেষ হয়েছে গতকাল। এখন পর্যন্ত বিশ্বকাপের গোলের রেকর্ড ও পরিসংখ্যানগুলো দেখে নেওয়া যাক একনজরে:

মোট গোল: ৪২টি

প্রতি ম্যাচে গোল: ২.৪৭টি

জোড়া গোল: ৪টি

হ্যাটট্রিক: ১টি

মোট পেনাল্টি: ১০টি

পেনাল্টি গোল: ৮টি

পেনাল্টি মিস: ২টি

আত্মঘাতী গোল: ৫টি

প্রথম গোল: ইউরি গ্রাজিনস্কি (রাশিয়া-সৌদি আরব)

প্রথম জোড়া গোল: ডেনিস চেরিশেভ (রাশিয়া-সৌদি আরব)

প্রথম হ্যাটট্রিক: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল-স্পেন)

সর্বোচ্চ ব্যক্তিগত গোলদাতা: ক্রিস্টিয়ানো রোনালদো, ডেনিস চেরিশেভ (৩টি করে)

সর্বোচ্চ অ্যাসিস্ট: আলেক্সান্দার গোলোভিন (২টি)

সবচেয়ে বয়স্ক গোলদাতা: মাইল ইয়েদিনাক (৩৩ বছর ৩১৭ দিন)

সবচেয়ে কম বয়সী গোলদাতা: আলেক্সান্দার গোলোভিন (২২ বছর ১৫ দিন)

দ্রুততম গোল: রোনালদো (ম্যাচের ৪ মিনিটে)

বদলি নেমে দ্রুততম গোল: আরতেম জিউবা (বদলি নেমে ১ মিনিটে)

এক দলের সবচেয়ে বেশি গোল: রাশিয়া (৮টি)

সবচেয়ে বেশি গোল হজম: সৌদি আরব (৫টি)

এক ম্যাচে সর্বোচ্চ গোল: ৬ (পর্তুগাল-স্পেন)

সবচেয়ে বড় জয়: রাশিয়া ৫-০ সৌদি আরব

এখনো গোল করতে পারেনি: ৮টি দল

এখনো গোল খায়নি: ৮টি দল