আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডকে ফাইনালে দেখছেন বেকহাম

ইংল্যান্ডকে ফাইনালে দেখছেন বেকহাম। ছবি: এএফপি
ইংল্যান্ডকে ফাইনালে দেখছেন বেকহাম। ছবি: এএফপি
>তিউনিসিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা জিতেছে ইংল্যান্ড। এতেই হ্যারি কেনদের বিশ্বকাপ ফাইনালে দেখছেন ডেভিড বেকহাম। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ দলের ব্যাপারেও নিদান দিয়েছেন বেকহাম

হ্যারি কেনরা প্রথম ম্যাচ জিততেই ডেভিড বেকহাম ইংল্যান্ডকে ফাইনালে দেখছেন!

ইংরেজ ফুটবলার কিংবা ফুটবলপ্রেমীদের জন্য ব্যাপারটা মোটেও নতুন কিছু নয়। দেশটির সংবাদমাধ্যম তো এক কাঠি সরেস। প্রায় প্রতিটি বিশ্বকাপের অনেক আগে থেকেই ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন বানিয়ে দেয় ব্রিটিশ সংবাদমাধ্যম। যদিও এবার তাঁদের প্রচারণার ঢাকের আওয়াজ অনেক কম। রাশিয়া বিশ্বকাপে বেকহামই সম্ভবত প্রথম ইংল্যান্ডকে নিয়ে উচ্চাশা দেখালেন। ইংল্যান্ড খেলবে ফাইনাল! কিন্তু ফাইনালে তাঁরা কোন দলের মুখোমুখি হবে?

ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এই মিডফিল্ডার সেটিও বলে দিয়েছেন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকার মতে, ১৫ জুলাই লুঝনিকি স্টেডিয়ামের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

চীনের কলেজ ফুটবলের একটি বিজ্ঞাপনী প্রচারণা অনুষ্ঠানে এমন আশাবাদই জানিয়েছেন ৪৩ বছর বয়সী সাবেক এই তারকা।

তিউনিসিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলের জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। কেনদের এই শুভসূচনায় তো বটেই, দেশের প্রতি ভালোবাসাও কাজ করেছে এমন আশাবাদে, ‘ফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি হবে বলেই আমার বিশ্বাস। শিরোপা জয়ে আমার অবশ্যই পছন্দের দল ইংল্যান্ড। যদিও সেটা দেশের প্রতি ভালোবাসা থেকে পক্ষপাতদুষ্ট কথা।’

ইংল্যান্ড সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল খেলেছে ৫২ বছর আগে। ২০০৬ সালে বেকহামের নেতৃত্বে জার্মানি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। তবে কেনের দলকে যে সামনে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে, সেটি অবশ্য বলতে ভোলেননি ফুটবলের এই গ্ল্যামারবয়, ‘ইংল্যান্ডের এই দলটা তরুণ। তাঁদের তেমন কোনো অভিজ্ঞতাও নেই। তাই বিশ্বকাপে সামনে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।’