আর্জেন্টিনা মেয়েদের মতো কান্নাকাটি করেছে:ভরসালিয়োকো

ক্রোয়েশিয়ার রক্ষণের ডান পাশ একাই সামলেছেন সিমে ভরসালিয়োকো। ছবি: রয়টার্স
ক্রোয়েশিয়ার রক্ষণের ডান পাশ একাই সামলেছেন সিমে ভরসালিয়োকো। ছবি: রয়টার্স

প্রথম ম্যাচে আইসল্যান্ডের মতো দলের সঙ্গে ড্র। এরপর ক্রোয়েশিয়ার কাছে বাজেভাবে হার। বৃহস্পতিবারের হারে সবাই যেন পেয়ে বসেছে আর্জেন্টিনা দলকে। আর্জেন্টিনা দল, খেলোয়াড়, কোচ—সবাইকে পড়তে হচ্ছে সমালোচনার মুখে। প্রতিপক্ষ খেলোয়াড়েরা তো আছেনই, লুকা মদরিচ, ইভান রাকিতিচরা হালকা স্বরে কথা বললেও ক্রোয়েশিয়ান ডিফেন্ডার সিমে ভরসালিয়োকো ছেড়ে কথা বলেননি। সরাসরিই বলেছেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা মাঠে মেয়েদের মতো কান্নাকাটি করেছেন।

শুধু আর্জেন্টিনা দলের খেলোয়াড় নন, তাঁদের কোচেরও সমালোচনা করেছেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার, ‘জানি না তাঁদের কোচ কোন ম্যাচ দেখেছেন (সাম্পাওলি দাবি করেছেন, আর্জেন্টিনার দাপট ছিল বেশি) । কারণ, তাঁর দলের সবাই মাঠে গড়াগড়ি দিচ্ছিল আর মেয়েদের মতো কান্নাকাটি করেছে।’

আর্জেন্টিনা দলের থেকে সবক্ষেত্রে নিজেদের এগিয়ে রেখেছেন ভরসালিয়োকো, ‘আমরা তাদের চেয়ে ভালো খেলেছি, এমনকি ভালো সুযোগও পেয়েছি। আমরা সবদিক থেকে এগিয়ে ছিলাম। এ কারণেই জিতেছি। তাদের পরের পর্বে যেতে হলে নিজ যোগ্যতায় পরের পর্বে যেতে হবে। নাইজেরিয়ার সঙ্গে ভালো খেলে যেতে হবে। ’

সত্যি বলতে ক্রোয়েশিয়ার দিকেই তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনার। পরের পর্বে যেতে আর্জেন্টিনার একটু হলেও ক্রোয়েশিয়ার সাহায্য লাগবেই। নইলে ২০০২ সালের পর আবারও প্রথমপর্ব থেকেই বাড়ির পথ ধরতে হবে আর্জেন্টিনাকে।