নেইমারের কান্নার সাক্ষী

বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল দল নেই। কোনো দিন থাকবে, সেই আশাও নেই। তবে এ দেশের ফুটবলপ্রেমীরা প্রায়ই বিশ্বকাপের গ্যালারিতে লাল-সবুজ পতাকা নিয়ে জানান দেন ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসার কথা।

পর্তুগাল-মরক্কো ম্যাচে গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর উল্লাসের সময় চোখে পড়েছে দৃশ্যটা। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের জন্য সেটা ছিল চোখজুড়ানো মুহূর্ত। রোনালদো উল্লাস করছেন, ঠিক তাঁর পেছনেই গ্যালারিতে বাংলাদেশের পতাকা! সেই মুহূর্ত বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনের খেদ একটু হলেও ঘুচিয়ে দিয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় দল থাকে না, কিন্তু বাংলাদেশ তো নানাভাবেই আছে! তবে এই বিশ্বকাপে বাংলাদেশের পতাকা দেখার দৃশ্য ওটাই প্রথম নয়। এবার নেইমারের কান্নার সাক্ষীও হয়ে রইল লাল-সবুজ!

কোস্টারিকা-ব্রাজিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলের পর হাঁটু মুড়ে বসে কাঁদছিলেন নেইমার।

আলোকচিত্রীদের জন্য সেটা ছিল ভীষণ কাঙ্ক্ষিত মুহূর্ত। ক্যামেরার ফ্রেমে তা ধারণ করেছেন নানা দেশের আলোকচিত্রীরা। সংবাদ সংস্থা এএফপির আলোকচিত্রে নেইমারের সেই কান্নার দৃশ্য ছাড়াও আরেকটি ব্যাপার ধরা পড়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ডান পাশে গ্যালারিতে শোভাবর্ধন করছিল বাংলাদেশের পতাকা।

নেইমার কি জানেন এই লাল-সবুজ পতাকার দেশের অনেক মানুষ ব্রাজিলকে দারুণ ভালোবাসে!