আর্জেন্টিনার 'মৃত্যু', তাই এক মিনিট নীরবতা পালন

নীরবতা পালনের দৃশ্য। ছবি স্ক্রিনশট
নীরবতা পালনের দৃশ্য। ছবি স্ক্রিনশট
>ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় হারের পর এক মিনিট নীরবতা পালন করে শোক জানিয়েছে আর্জেন্টাইন একটি টিভি চ্যানেল

এ শোক সইব কেমন করে!

ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর আর্জেন্টাইনদের মানসিক অবস্থা এ বাক্য দিয়েই প্রকাশ করা যায়। ৩-০ গোলের বড় হার তাদের এনে দিয়েছে স্বজন হারানোর দুঃখ। এমন ‘মৃত্যু’শোকে এক মিনিট নীরবতা পালন করেছেন আর্জেন্টিনার সাংবাদিকেরা।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের পরের দিনের ঘটনা। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস চ্যানেলের আলোচকেরা এমন অবাক কাণ্ডই করে দেখিয়েছেন। হয়তো তাঁরা ধরেই নিয়েছেন, বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে আর্জেন্টিনার। এ তো আর্জেন্টিনার ফুটবলের মৃত্যুই।

মেসির নেতৃত্বে ৩২ বছরের বিশ্বকাপ-খরা মেটাবে আর্জেন্টিনা—এমন স্বপ্নে বুক বেঁধেছিল সে দেশের মানুষ। কিন্তু শুরুতেই হোঁচট। প্রথম ম্যাচে বিশ্বকাপের নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় হার। যা বিশ্বকাপে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে মেসিদের। গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়াকে শুধু হারালেই চলবে না, গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে জিততে হবে আইসল্যান্ডের বিপক্ষে। তবেই কোনো হিসাব-নিকাশ ছাড়া দ্বিতীয় রাউন্ডে পা রাখতে পারবে মেসিরা। অনেক ‘যদি, কিন্তু’র ওপর নির্ভর করছে মেসিদের বিশ্বকাপে টিকে থাকা।