হত্যার হুমকি পাওয়া সানচেজকে আশা জোগাচ্ছে দল

এই লাল কার্ডই জীবননাশের কারণ হতে পারে সানচেজের।
এই লাল কার্ডই জীবননাশের কারণ হতে পারে সানচেজের।

১৯৯৪ বিশ্বকাপে এক আত্মঘাতী গোলের মূল্য মৃত্যু দিয়ে চুকাতে হয়েছিল আন্দ্রেস এসকোবারকে। তাঁর আত্মঘাতী গোলেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। দেশে ফেরার পর এক আততায়ীর গুলিতে নিহত হন এসকোবার।
এই পুরোনো ইতিহাস কপচানোর কারণ, রাশিয়া বিশ্বকাপ শেষেও এ রকম কিছু ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এবার আত্মঘাতী গোলের কারণে নয়, লাল কার্ড খেয়ে দলকে বিপদে ফেলার জন্য! জাপানের বিপক্ষে মাত্র ৪ ‍মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান কলম্বিয়ার কার্লোস সানচেজ। কলম্বিয়াও ম্যাচটি হারে ২-১ গোলে। এরপরই সানচেজকে দেশে ফিরলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। হুমকি পেয়ে ভয়ে তটস্থ তিনি।
এমন পরিস্থিতিতে দলের কোচ এবং পুরো দলকেই পাশে পাচ্ছেন সানচেজ। পোল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়টা সানচেজকে উত্সর্গ করেছেন কোচ হোসে পেকারম্যান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সানচেজ খুব কঠিন সময় পার করছে, এমন সময়ে তার পাশে থাকা আমাদের কর্তব্য। আজকের জয়টা আমরা সানচেজকে উত্সর্গ করছি। সে খুব দ্রুতই আরও শক্ত হয়ে ফিরবে।’
এবার যদি সানচেজের সাহস একটু বাড়ে! কলম্বিয়া নকআউট পর্বে উঠলে ভালো, নয়তো বিশ্বকাপ শেষে পুরো কলম্বিয়া দল বাড়ি ফিরলেও স্প্যানিশ দল এসপানিয়লে খেলা সানচেজের হয়তো বাড়ি ফেরা হবে না।