নেইমারের কাঁধেই সব দায়িত্ব নয়

সার্বিয়ার বিপক্ষে নেইমারের জ্বলে উঠার অপেক্ষায় ব্রাজিল।
সার্বিয়ার বিপক্ষে নেইমারের জ্বলে উঠার অপেক্ষায় ব্রাজিল।
>সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের প্রাণভোমরা নেইমারকে নির্ভার রাখার চেষ্টা করছেন ব্রাজিল কোচ তিতে। গোটা দলকে নিজের কাঁধে বয়ে নেওয়া নেইমারের একার দায়িত্ব নয় বলে মনে করেন কোচ।

সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই নকআউট পর্বে পৌঁছে যাবে ব্রাজিল। জিতলে থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। তবে হেরে গেল সুইজারল্যান্ড-কোস্টারিকা ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা নিষ্প্রভ দলের সেরা তারকার কাঁধে জোয়াল চাপাতে চাচ্ছেন না কোচ তিতে।

সুইজারল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে নেইমারের খেলায় কিছুটা চিন্তিত ব্রাজিল–সমর্থকেরা। কোস্টারিকার সঙ্গে গোল পেলেও পুরো ম্যাচে নেইমারকে তাঁর চিরচেনা ছন্দে দেখা যায়নি। উল্টো মাঠে পড়ে যাওয়ার ভান করার অভিযোগ উঠেছে তাঁর বিপক্ষে। সমালোচনাও চলছে। এমন পরিস্থিতিতে নেইমারের পাশে দাঁড়িয়েছেন তিতে, ‘নেইমার কদিন আগেই চোটে পড়েছিল। তিন মাসের কঠিন পুনর্বাসন প্রক্রিয়া শেষে সে ফিরেছে। এখনো সে শতভাগ প্রস্তুত নয়। আমাদের তাকে সময় দিতে হবে। প্রকৃতিগতভাবেই সে একজন দুর্দান্ত খেলোয়াড়। প্রতি ম্যাচেই সে উন্নতি করছে, মাঠে তার নড়াচড়া দেখলেই সেটা বোঝা যাচ্ছে।’

গত বিশ্বকাপে ব্রাজিল দলটি পুরোপুরিই ছিল নেইমার-নির্ভর। তার খেসারত তারা দিয়েছে। চোটের কারণে নেইমার না থাকায় সেমিফাইনালে জার্মানির বিপক্ষে দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিল তারা। এবারও নেইমার যে নিজের কাঁধের ভার নামাতে পেরেছেন—এ কথা বলা যাবে না। ব্রাজিলিয়ানরা ‘হেক্সা’ জয়ের স্বপ্নটা দেখছে পিএসজি তারকাকে কেন্দ্র করেই। তিতে এটা খুব পছন্দ করছেন না। তিনি মনে করেন, দলকে টেনে তোলার দায়িত্ব সবার, নেইমারের একার নয়, ‘অবশ্যই নেইমার আমাদের সেরা খেলোয়াড়। তার মানে এই নয় যে আমরা তাঁকে বলব, তুমি একাই আমাদের ম্যাচ জেতাও। আমাদের দুর্দান্ত একটা দল আছে। দলের সবার দায়িত্বই সমান। নেইমারের সেরাটা আমরা পরের ম্যাচেই দেখব।’

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে তিতের কথায় নেইমার তাঁর মতো করেই জ্বলে উঠতে পারেন কি না, এটিই এখন দেখার!