তিন বছর পর সাব্বিরের সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেটে লম্বা বিরতির পর সেঞ্চুরি পেয়েছেন সাব্বির। প্রথম আলো ফাইল ছবি
প্রথম শ্রেণির ক্রিকেটে লম্বা বিরতির পর সেঞ্চুরি পেয়েছেন সাব্বির। প্রথম আলো ফাইল ছবি
>চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ

ব্যাট কথা বলছে না নিয়মিত, মাঠের বাইরে জড়িয়ে পড়ছেন নানা বিতর্কে। নানা ঘটনায় চাপ ঘিরে ধরেছে সাব্বির রহমানকে। অবশেষে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক সেঞ্চুরি পেলেন বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আজ পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরিটা পেতে সাব্বিরের লেগে গেল প্রায় তিন বছর।

সাব্বিরের সঙ্গে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেনও। দুজনের সেঞ্চুরির সৌজন্যে আজ চট্টগ্রামে শ্রীলঙ্কানদের দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ ‘এ’। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ৪ উইকেটে ৩৫৪। এখনো পিছিয়ে ৯৫ রানে। ২ উইকেটে ৪৪ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ ‘এ’ দল ৭৪ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। মোসাদ্দেক-সাব্বিরের দুর্দান্ত জুটির শুরু এরপরই। চতুর্থ উইকেট জুটিতে যোগ করা তাঁদের ২০৯ রান শ্রীলঙ্কানদের চোখে চোখ রেখে জবাব দিতে সহায়তা করেছে বাংলাদেশ ‘এ’ দলকে।

টানা দুই প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি পাওয়া মোসাদ্দেক থেমেছেন ১৩৫ রানে। তবে সাব্বির এখনো চালিয়ে যাচ্ছেন। অপরাজিত আছেন ১৪১ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে সাব্বির সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৫ সালের সেপ্টেম্বরে, বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে। মাঠে, মাঠের বাইরে নানা বিতর্কে ঘিরে ধরা চাপ থেকে মুক্তি পেতে সেঞ্চুরিটা সাব্বিরের জন্য টনিক হিসেবে কাজ করবে নিশ্চিত।