রোনালদো একাই 'অর্ধেক' পর্তুগালের!

>
পর্তুগালের মোট শক্তির ‘অর্ধেক’ রোনালদো। ছবি: এএফপি
পর্তুগালের মোট শক্তির ‘অর্ধেক’ রোনালদো। ছবি: এএফপি
পর্তুগাল যে ভীষণ মাত্রায় ক্রিস্টিয়ানো রোনালদো-নির্ভর দল, সেটাই যেন আরেকবার মনে করিয়ে দিলেন উরুগুয়ে কিংবদন্তি ডিয়েগো ফোরলান। রোনালদোকে কোনোভাবে আটকাতে পারলে পর্তুগালের শক্তি অর্ধেক কমে যাবে—এটাই মনে করছেন তিনি।

এই বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে পাঁচ গোল করেছে পর্তুগাল। এই পাঁচ গোলের চারটাই এসেছে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে। বাকি গোলটা করেছেন রিকার্দো কারেসমা। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে তো করেছিলেন হ্যাটট্রিকই! রোনালদো যে পর্তুগালের কত বড় সম্পদ, সেটা কে না জানেন। উরুগুয়ে-কিংবদন্তি ডিয়েগো ফোরলান সেই জানা কথাটিই বললেন নতুন করে। তিনি বলেছেন, রোনালদো কেবল পর্তুগালের বড় সম্পদই নয়, দলটির ‘অর্ধেক’ই। আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোনালদোকে থামিয়ে দিতে পারলে উরুগুয়ে এগিয়ে যাবে অনেকটাই।

রাশিয়ার সোচিতে আজকের ম্যাচটির আগে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে একটা গোলও হজম করতে হয়নি উরুগুয়েকে। কিন্তু পর্তুগালের বিপক্ষে এই গোল না খাওয়ার রেকর্ডটা অক্ষুণ্ন থাকবে কি না, সে ব্যাপারে বেশ সন্দিহান ফোরলান, ‘এই পর্তুগাল দলের অবিসংবাদিত নেতা হলো রোনালদো। যেভাবে তারা গোল করে, যেভাবে তারা খেলে—সবকিছুতেই রোনালদোর প্রভাব স্পষ্ট। তবে আমরাও বেশ রক্ষণাত্মক দল। আমাদের আছে গডিন ও হিমেনেজের মতো ডিফেন্ডার। আমাদের ডিফেন্স ফর্মে থাকলে রোনালদোকে আটকানো সম্ভব। আর রোনালদোকে আটকাতে পারলেই পর্তুগালের শক্তি অর্ধেক কমে যাবে।’

২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন ডিয়েগো ফোরলান, সেখানে ছিলেন রোনালদোর সতীর্থ। তখন অনেক কাছ থেকে রোনালদোকে দেখেছেন তিনি, ক্লাবে রোনালদোর দোভাষী হিসেবেও কাজ করতেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো রোনালদোকে অন্য সবার তুলনায় একটু বেশিই চেনেন ফোরলান, ‘রোনালদো চ্যালেঞ্জ পছন্দ করে। ওর জীবনের মূল লক্ষ্য এটাই। তাই এই বিশ্বকাপে যদি ও মনে মনে গোল্ডেন বুট পাওয়ার চ্যালেঞ্জ নিয়ে থাকে, সেটা অস্বাভাবিক কিছু নয়! ’
রোনালদোর এই গোল্ডেন বুট-খিদের মাশুল গুনতে হবে না তো উরুগুয়েকে!