উইন্ডিজে ওয়ানডে দলে এনামুল, চোট কাটিয়ে মোস্তাফিজও

ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারেননি, এবার আস্থার প্রতিদান দিতে চান এনামুল, চোট কাটিয়ে ফিরছেন মোস্তাফিজ। ছবি: প্রথম আলো
ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারেননি, এবার আস্থার প্রতিদান দিতে চান এনামুল, চোট কাটিয়ে ফিরছেন মোস্তাফিজ। ছবি: প্রথম আলো
>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া করা মোস্তাফিজুর রহমান আছেন ওয়ানডেতে। এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন, নাজমুল ইসলাম, আবু হায়দার ও আবু জায়েদ

কাল অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যারিবীয় অভিযান। টেস্ট সিরিজের মধ্যেই চলে আসছে ওয়ানডের প্রসঙ্গ। টেস্টের আগের দিন যে বিসিবি ঘোষণা করেছে ১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গত জানুয়ারিতে। মাঝে ছয় মাস টেস্ট আর টি-টোয়েন্টিই খেলেছেন সাকিব-তামিমরা। দেশের মাঠে জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে এনামুল হক ছিলেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে থাকাটা তাঁর ফেরা নয়। মোস্তাফিজুর রহমানও ছিলেন সবশেষ ওয়ানডে সিরিজে। তাঁর ক্ষেত্রে বলা যায় চোট কাটিয়ে ফেরার ব্যাপারটি।

ওয়ানডে দলে আসলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে। মোসাদ্দেক অবশ্য গত মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন। আজ বিকেলে বিসিবি যে ১৬ জনের ওয়ানডে দল দিয়েছে, তাতে নতুন মুখ নাজমুল হোসেন, নাজমুল ইসলাম, আবু হায়দার ও আবু জায়েদ। তবে এঁরা চারজনই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আগে ছিলেন বলে তাঁদের অন্তর্ভুক্তিকে ‘চমক’ বলা যাচ্ছে না। গত দক্ষিণ আফ্রিকা সফরের পর আবার ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস। 

এনামুল গত জানুয়ারিতে বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছিলেন তিন বছর পর। কিন্তু তাঁর ফেরাটা খুব ভালো হয়নি। তবে এবার সুযোগটা কাজে লাগাতে চান কদিন আগেই জীবনের নতুন ইনিংস শুরু করা এই ওপেনার, ‘যাঁরা আমার ওপর আস্থা রেখেছেন, চেষ্টা করব এবার তাঁদের আস্থার প্রতিদান দিতে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে (২০১৪ সালে) আমার একটা সেঞ্চুরি ছিল, চেষ্টা করব গতবারের চেয়ে ভালো করতে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হবে ২২ জুলাই, গায়না ন্যাশনাল স্টেডিয়ামে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। তৃতীয় ওয়ানডে হবে সেন্ট কিটসে।

বাংলাদেশ ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার ও আবু জায়েদ চৌধুরী।