রোনালদোকে জুভেন্টাসে দেখলে খুশি হবেন বুফন

দল না ছাড়লে হয়তো একসঙ্গেই দেখা যেত রোনালদো-বুফনকে। ফাইল ছবি
দল না ছাড়লে হয়তো একসঙ্গেই দেখা যেত রোনালদো-বুফনকে। ফাইল ছবি

রোনালদোর জুভেন্টাস-যাত্রা এখন সময়ের ব্যাপার। জুভেন্টাস সভাপতি হেলিকপ্টারে চড়ে গ্রিসের পথ ধরেছেন। সেখানে আগে থেকেই বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনিতেই দলবদলে সবাই দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে নেয়। আর এখন তো সময়টাই দলবদলের গুঞ্জনের।

রিয়াল মাদ্রিদে বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্টি, নেইমারকে দলে টানার জন্য ফ্লোরেন্তিনো পেরেজের অতি উৎসাহ রোনালদোকে ক্ষুব্ধ করে তুলেছে। সেই সঙ্গে করের ঝামেলা তো আছেই, তাই জুভেন্টাসেই রোনালদোকে দেখতে শুরু করেছেন সবাই। তাঁর নাম লেখা ৭ নম্বর জার্সিও বিক্রি শুরু হয়ে গেছে। রোনালদোকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নও দেখতে শুরু করেছে তুরিনের এ ক্লাব।

ওদিকে বর্ণাঢ্য এক ক্যারিয়ারে শুধু চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি জিয়ানলুইজি বুফনের। জুভেন্টাসে দেড় যুগ পার করে এবার এসেছেন পিএসজিতে। এখন রোনালদোর জুভেন্টাসে যোগদানে তো আফসোস হতে পারে, থাকলেই ভালো করতেন! মুখে অবশ্য রোনালদোর দলবদলকে স্বাগত জানাচ্ছেন বুফন, ‘রোনালদোকে জুভেন্টাসে দেখলে অবাক হব না। আমি খুশিই হব। কারণ, জুভেন্টাসের এটাই দরকার ছিল। ওদের একজন নেতা দরকার, যাকে কেন্দ্র করে তারা খেলবে।’

রোনালদোর জুভেন্টাস আগমনে একটু দুঃখ হতেই পারে বুফনের। এক বছর আগে হলেই হয়তো রোনালদোর সুবাদে অধরা চ্যাম্পিয়নস লিগ জেতা হয়ে যেত তাঁর। তবে বুফন এ নিয়ে আক্ষেপ করতে রাজি নন, ‘এটা আমাকে ভাবাচ্ছে না। আমাকে যেটা যন্ত্রণা দেয়, সেটা হলো আমার বিরুদ্ধে ফাইনালে (২০১৭ চ্যাম্পিয়নস লিগ) যে দুই গোল করেছে এবং এবার যে গোল করেছে, সেগুলো।’