রোমাঞ্চ ছড়িয়ে হারের বৃত্ত কাটাল শ্রীলঙ্কা

শেষ ওভারে লাকমলের দৃঢ়তায় জয় পেয়েছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি
শেষ ওভারে লাকমলের দৃঢ়তায় জয় পেয়েছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি
>কান্ডিতে কাল সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে প্রোটিয়াদের বিপক্ষে টানা ১১ ম্যাচ হারের বৃত্ত কাটল লঙ্কানরা।

জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৮ রান। উইকেটে ছিলেন ডেভিড মিলারের মতো বিপজ্জনক ব্যাটসম্যান। কিন্তু সুরঙ্গা লাকমাল দ্বিতীয় বলেই মিলারকে তুলে নিয়ে জমিয়ে তোলেন লড়াই। কিন্তু শেষ ৪ বলে ৮ রানের লক্ষ্যে শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি প্রোটিয়াদের শেষ দুই ব্যাটসম্যান। লাকমল শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে শ্রীলঙ্কার হারের বৃত্ত কাটিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে।

কান্ডিতে কাল ওয়ানডে সিরিজের চতুর্থ এ ম্যাচে ৩ রানে জিতেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ১১ ম্যাচ হারের পর এটাই তাঁদের প্রথম জয়। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩০৬ রান তুলেছিল স্বাগতিক দল। ৩৪ বলে ৬৫ রান করেছেন দাশুন শানাকা। এ ছাড়াও ফিফটি তুলে নিয়েছেন কুশল পেরেরা আর থিসারা পেরেরা।

বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্যটা নতুন করে নির্ধারণ করা হয়—২১ ওভারে ১৯১। হাশিম আমলার (২৩ বলে ৪০) ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল প্রোটিয়াদের। শেষ ১০ ওভারে হাতে ৭ উইকেট রেখে ৬৯ রান দরকার ছিল কুইন্টন ডি ককের দলের। কিন্তু শেষ ওভারে এসে তাঁরা আর পারেনি। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।