নেইমারকে নিয়ে লিভারপুলের যে ভয়

অনুশীলনে মাত্র এলেন নেইমার। ছবি: এএফপি
অনুশীলনে মাত্র এলেন নেইমার। ছবি: এএফপি
নেইমার বনাম মোহাম্মদ সালাহ! চ্যাম্পিয়নস লিগের প্রথম দিনেই মুখোমুখি এই সময়ের সেরা দুই তারকা। আর লিভারপুলের মাঠে খেলবে পিএসজি


তাঁর এই অভ্যাস নিয়ে কম সমালোচনা হয়নি। ধাক্কা বা ফাউল দূরের কথা, সামান্য ছোঁয়া লাগলেই নেইমারের এই পড়ে যাওয়াটা প্রতিপক্ষের জন্যও বড় দুশ্চিন্তা। নেইমারের ডাইভে বিভ্রান্ত হয়ে অনেক সময় ফ্রি-কিক বা পেনাল্টি দিয়ে দেন রেফারি। তো লিভারপুলও কি আজ এই দুশ্চিন্তা মাথায় নিয়েই মাঠে নামবে? অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই গতবারের ফাইনালিস্টরা আতিথ্য দেবে নেইমারের পিএসজিকে।

নতুন মৌসুমের প্রথম রাতেই বার্সেলোনা, ইন্টার মিলান, টটেনহাম, অ্যাটলেটিকো মাদ্রিদ ও নাপোলির মতো বড় দলগুলো মাঠে নামছে। তবে সব ছাপিয়ে বড় আকর্ষণ ওই লিভারপুল-পিএসজি ম্যাচটাই। শুধু নেইমার তো আর না, পিএসজিতে বিশ্বকাপে মহাতারকা হয়ে ওঠা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আছেন এডিনসন কাভানি ও অ্যাঙ্গেল ডি মারিয়া। ওদিকে লিভারপুলে এবার ‘ফিফা দ্য বেস্ট’-এ মনোনয়ন পাওয়া মোহামেদ সালাহর সঙ্গে দুর্দান্ত ফর্মে থাকা সাদিও মানে। আছেন ব্রাজিলিয়ান ফিরমিনোও। দারুণ গতিশীল ও আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দলই। সব মিলিয়ে জিভে জল আনার মতো ম্যাচই। তবে সেই ম্যাচের আগেও ঘুরেফিরে আসছে নেইমারের ডাইভ দেওয়ার অভ্যাস।

নেইমার নিজে অবশ্য বিশ্বকাপের পর ব্রাজিলিয়ান টেলিভিশনে প্রচারিত একটা বিজ্ঞাপনে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। মাঝে মাঝে তিনি ডাইভ দেন, এটা স্বীকার করলেও তাঁকেও যে যথেচ্ছ ফাউল করা হয়, মনে করিয়ে দিয়েছেন সেটাও। কিন্তু অর্থের বিনিময়ে বিজ্ঞাপনে নেইমার ওই কথাগুলো বলেছেন, এটা জানার পর খুব একটা সহমর্মিতা আর পাননি ব্রাজিলিয়ান তারকা।

তো কতটুকু ভাবাচ্ছে লিভারপুলকে নেইমারের এই অভ্যাস? চ্যাম্পিয়নস লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মুখোমুখি হওয়ার আগে উত্তরটা দিয়েছেন লিভারপুলের লেফট ব্যাক অ্যান্ডি রবার্টসন, ‘ও (নেইমার) বিশ্বমানের খেলোয়াড়, আমাদের অবশ্যই তাঁকে নিয়ে সতর্ক থাকতে হবে। ওর দক্ষতাই ওর হয়ে কথা বলে। অনেকে বলেন, সে নাকি অল্পতেই পড়ে যায়। কিন্তু ওটা দেখা আমাদের কাজ নয়, রেফারির কাজ। আমরা ওসব নিয়ে ভাবছি না।’

প্রতিপক্ষ হিসেবে নেইমারকে কতটা শ্রদ্ধা করেন, সেটাও বোঝা গেল রবার্টসনের কথায়, ‘আমরা বরং ওর সামর্থ্যের দিকেই মনোযোগী থাকব। আর আমাদের জন্য দুর্ভাগ্য, ওর সামর্থ্য অনেক। ও এমন একজন খেলোয়াড়, যাকে নিয়ে সতর্ক থাকতেই হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, এ রকম খেলোয়াড় ওদের আরও অনেক আছে।’
তবে কাজটা যে পিএসজির জন্যও এতটা সহজ হবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন রবার্টসন, ‘ভালো দিক হচ্ছে, আমাদেরও এমন অনেক খেলোয়াড় আছে, যারা ওদের সমস্যায় ফেলতে পারে।’

সেই অনেকের মধ্যে প্রথম নামটা অবশ্যই মোহামেদ সালাহর। যদিও গত মৌসুম যতটা অসাধারণ কাটিয়েছেন, এই মৌসুমে লিগে এখনো ঠিক সেই ছন্দে দেখা যায়নি ‘মিসরীয় রাজা’কে। প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে দুই গোল। কে জানে, চ্যাম্পিয়নস লিগ দিয়েই চেনা ছন্দে ফিরবেন বলে সব জমিয়ে রেখেছেন কি না! অন্যদিকে লিগ ওয়ানে মৌসুমের শুরু থেকে টানা চার ম্যাচে চার গোল করা নেইমারকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটা মাথায় রেখেই সেঁত এতিয়েনের বিপক্ষে গত শুক্রবার বিশ্রাম দিয়েছেন পিএসজি কোচ টমাস টুখেল। চাঙা হয়ে ফেরা নেইমারকে নিয়ে একটু দুশ্চিন্তার কারণ আছে বৈকি লিভারপুলের!

রাতের অন্য ম্যাচে সান সিরোতে টটেনহামের মুখোমুখি হবে তিনবারের ইউরোপ-সেরা ইন্টার মিলান। যদিও ২০০৯-১০ মৌসুমে ইউরোপিয়ান ট্রেবল জেতা ইন্টার মাঝে সাত বছর চ্যাম্পিয়নস লিগেই খেলতে পারেনি। ২০১১-১২ মৌসুমের পর এবারই আবার প্রথম ইউরোপের সেরা ক্লাবের লড়াইয়ে। প্রত্যাবর্তনটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবে লুসিয়ানো স্পালেত্তির দল।