নাটুকে ম্যাচ দিয়ে ফিরল ইন্টার মিলান

গোলের পর ইকার্দির উদ্‌যাপন। ছবি: এএফপি
গোলের পর ইকার্দির উদ্‌যাপন। ছবি: এএফপি
>চ্যাম্পিয়নস লিগে নাটুকে এক ম্যাচে টটেনহামকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। ইন্টার মিলানের হয়ে একটি করে গোল করেন ইকার্দি ও ভেসিনো। টটেনহামের হয়ে একমাত্র গোলটি করেন এরিকসন।

হারতে বসা ইন্টার মিলানকে শেষ মুহূর্তে রক্ষা করেন ইকার্দি ও ভেসিনো। শুরুতে পিছিয়ে থেকেও ম্যাচের শেষে এসে টটেনহামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান।
প্রথমার্ধে কোনো দলেরই গোল নেই। দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হয়ে গেল। ৫৩ মিনিটে বল তার ঠিকানা খুঁজে নিল ঠিকই। তবে সেটা ইন্টার মিলানের জালে। ১-০ গোলে এগিয়ে থেকে ইন্টার মিলানকে আরও চেপে ধরে টটেনহাম। চাপেও নিজেদের রক্ষণ ভেঙে যেতে দেননি ইন্টার মিলানের খেলোয়াড়েরা। প্রতি–আক্রমণে টটেনহামের গোলপোস্টে ১৫টি শট নিলেও বেশির ভাগই বেপথু। ততক্ষণে খেলাও শেষ হয়ে এসেছে। দর্শক-সমর্থকেরা সেকেন্ডের কাঁটা গুনছেন। ৮৫ মিনিটে এসে ২০ গজ দূর থেকে ইকার্দি যে ভলি নিলেন, কারও সাধ্য ছিল না সেটা ঠেকানোর। কেউ পারেওনি। ১-১ গোলে সমতায় ফেরে ইন্টার মিলান। ইকার্দির গোলে তেতে ওঠে ইন্টার মিলান। টটেনহামের টুঁটি চেপে ধরে আক্রমণ চালিয়ে যায়। শেষ মুহূর্তের খেলা দেখে মনে হচ্ছিল, খেলা বুঝি এই মাত্র শুরু হলো! যোগ হওয়া সময়ে চেষ্টার ফসল ঘরে তুলতে পেরেছে ইন্টার মিলান। ভেসিনোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ‘বি’ গ্রুপে বার্সেলোনার পরেই ইন্টার মিলানের অবস্থান।