এমন 'ভঙ্গুর' পাকিস্তান দল আর দেখেননি রমিজ

পাকিস্তান দলটাকে রীতিমতো ভঙ্গুর মনে হচ্ছে রমিজ রাজার। ছবি: এএফপি
পাকিস্তান দলটাকে রীতিমতো ভঙ্গুর মনে হচ্ছে রমিজ রাজার। ছবি: এএফপি
>রমিজ রাজা দীর্ঘদিন খেলেছেন পাকিস্তানের হয়ে। অধিনায়কত্বও করেছেন। কিন্তু এবারের মতো এমন ভঙ্গুর দল আর দেখেননি।

পাকিস্তান দল এশিয়া কাপের ফাইনাল উঠতে পারেনি। আবুধাবির অঘোষিত সেমিতে বাংলাদেশ দুর্দান্ত খেলেই হারিয়েছে পাকিস্তানকে। ধারাভাষ্যকক্ষে বসে নিজ দেশের পারফরম্যান্সে হতাশ ও বিধ্বস্ত সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজা। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘এমন বাজে পাকিস্তান দল তিনি আর কখনোই দেখেননি।’

এবারের এশিয়া কাপে পাকিস্তান জিতেছে কেবল হংকং আর আফগানিস্তানের বিপক্ষে। আফগানদের বিপক্ষে ম্যাচে জয়টা অবশ্য এসেছে তীব্র লড়াইয়ের পর। ভারতের বিপক্ষে টানা দুটি ম্যাচে বড় ব্যবধানে হার দলকে ফেলে দিয়েছিল তীব্র সমালোচনার মুখে। কাল বাংলাদেশের বিপক্ষ হেরে ফাইনালে উঠতে না পারায় সাধারণ পাকিস্তানিরাই সামাজিক যোগাযোগের মাধ্যমে সরফরাজ বাহিনীকে রীতিমতো ধুয়ে দিচ্ছে।


রমিজ এশিয়া কাপের সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের অন্যতম ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। তিনি মনে করেন, এই টুর্নামেন্টে যেন ভুলের পসরা নিয়ে বসেছিল পাকিস্তান ক্রিকেট দল, ‘এই দলটা ভুল করেছে, বেশি করে ভুল করেছে, একই ভুল বারবার করেছে।’

তিনি আক্ষেপ করে বলেছেন, ‘যদি পাকিস্তান ক্রিকেট দলের ভুলের তালিকা ছাপা হয়, তাহলে সেটি হবে কয়েক হাজার পৃষ্ঠার। আমি অনেক দিন এমন ভঙ্গুর, ফ্যাকাশে চেহারার পাকিস্তান দল দেখিনি।’

টুইটারে দল হারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। তাঁর মতে, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কোনো পরিকল্পনার ছাপই রাখতে পারেনি পাকিস্তান দল।’

ক্রিকেট লেখক বোরিয়া মজুমদার টুইটারে প্রশ্ন রেখেছেন, ‘এই পাকিস্তান দল কীভাবে গত বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল!’