বাংলাদেশে আসছেন না 'বিদায়' বলা গেইল

লিস্ট ‘এ’ ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন গেইল। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
লিস্ট ‘এ’ ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন গেইল। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

আগামী কিছুদিন বেশ ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল। এ মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে দল। তারপর ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা ভালোভাবেই সাজিয়ে নিয়েছে বাংলাদেশ দল। তবে বোলারদের প্রস্তুতিতে হয়তো খানিকটা ঘাটতি রয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যে থাকবেন না ক্রিস গেইল। এ সিরিজের আগে ছুটি নিয়েছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।

বাংলাদেশ সফরের আগে ভারতে মাসব্যাপী সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এর মাঝেই শেষ হয়েছে। টেস্ট সিরিজের পর পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ। এ দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাতে নেই গেইলের নাম। এর ব্যাখ্যা দিয়েছেন বোর্ডের নির্বাচন কমিটির প্রধান কোর্টনি ব্রাউন, ‘ভারত ও বাংলাদেশ সফর আমরা আমাদের মহাতারকা ক্রিস গেইলকে ছাড়া খেলব। তবে ইংল্যান্ডের ক্যারিবীয় সফর ও ২০১৯ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়ে রেখেছে সে।’

২০১৯ বিশ্বকাপ খেলতে চান বলে ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিচ্ছেন গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ইচ্ছার কথাটা জানিয়ে রেখেছেন ক্যারিবিয়ান ওপেনার। পরশু লিস্ট ‘এ’ ক্যারিয়ারকেও বিদায় জানিয়ে দিয়েছেন। পরশু বার্বাডোজের বিপক্ষে জ্যামাইকার হয়ে নামার আগে গেইল জানিয়ে দেন, জ্যামাইকার হয়ে এটাই তাঁর শেষ লিস্ট ‘এ’ ম্যাচ। পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই বেছে বেছে ক্রিকেট খেলতে চাইছেন গেইল, ‘সত্যি বলতে কি, আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। তবে ক্রিকেটের বাইরেও একটি জীবন আছে। ওই জীবনটাকে তো উপভোগ করতে হবে। ২৫ বছরের বেশি সময় ক্রিকেট খেলাটাকে বড় এক অর্জনই বলতে হয়। তবে এখন আমার একটি পরিবার আছে। যতটা বেশি সম্ভব পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার, দেখতে চাচ্ছি বাচ্চাদের বড় হওয়াটাও।’

ব্যাটিংয়ে নামার সময় জ্যামাইকা-বার্বাডোজ দুই দলের খেলোয়াড়েরাই গার্ড অব অনার দেন এই ম্যাচে অধিনায়কত্ব করা গেইলকে। কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের রিজিওনাল সুপার ফিফটি ম্যাচে বার্বাডোজের বিপক্ষে বিদায়টা অবশ্য রাজকীয়ভাবেই নিয়েছেন গেইল, নিজের দেশ জ্যামাইকার হয়ে শেষ ৫০ ওভারের ম্যাচে করেছেন সেঞ্চুরি। বার্বাডোজের বিপক্ষে ১২২ রান করেছেন নিজের পরিচিত ছন্দেই। ১১৪ বলের ইনিংসে চার ১০ টি, ছক্কা ৮ টি।