তাসকিন কেন ফিরে আসছেন

কান্দাহার সতীর্থদের সঙ্গে তাসকিন। ছবি: সংগৃহীত
কান্দাহার সতীর্থদের সঙ্গে তাসকিন। ছবি: সংগৃহীত

দুদিন আগেও তাসকিন আহমেদ জানালেন, ভালোই যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) সময়গুলো। সতীর্থদের সঙ্গে ছবিও পাঠালেন মেসেঞ্জারে। এপিএলে তাসিকনের অধ্যায়টা অবশ্য দীর্ঘ হচ্ছে না। টুর্নামেন্টে না খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে তাসকিনকে। কিন্তু কেন হঠাৎ ফিরতে হচ্ছে তাঁকে?

প্রথম সন্তানের মুখ দেখেই এপিএল খেলতে আরব আমিরাতে চলে যান তাসকিন। ৬ ও ৭ অক্টোবর টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ খেলে দুটিতেই হারে কান্দাহার নাইটস। তাসকিন একাদশে ছিলেন না কোনো ম্যাচেই। কাল রাতে হঠাৎই খবর পেলেন, স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ। তাসকিনের বাবা আবদুর রশিদ অবশ্য জানালেন, তাঁরা তাসকিনকে জানাতে চাননি রাবেয়ার অসুস্থতার কথা, যাতে টুর্নামেন্টটা নির্বিঘ্নে খেলতে পারেন। কিন্তু বাংলাদেশ পেসার খবরটা শোনার পর থেকেই অস্থির হয়ে পড়েন। স্ত্রীর পাশে থাকতে আজ তড়িঘড়ি ঢাকায় চলে আসতে হচ্ছে তাঁকে।

কান্দাহারের ম্যাচ আছে আগামীকালও। দেশে যেহেতু ফিরে আসতে হচ্ছে, টুর্নামেন্ট খেলার সুযোগই হলো না তাসকিনের।