সেই আউটটা নিয়ে লিটন কী বলেন এখন

এশিয়া কাপ নিয়ে পড়ে থাকতে চান না লিটন। ছবি: প্রথম আলো
এশিয়া কাপ নিয়ে পড়ে থাকতে চান না লিটন। ছবি: প্রথম আলো
এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের আউট নিয়ে কম আলোচনা হয়নি। তিনি নিজে কী ভাবেন এই আউট নিয়ে, সেটিই আজ সংবাদমাধ্যমকে জানালেন বাংলাদেশ ওপেনার।

এই আউটটা নিয়ে কম বিতর্ক হয়নি। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে স্টাম্পিং হয়ে যান লিটন দাস। বাংলাদেশের ইনিংস তখন বাকি আরও ৯ ওভার। লিটন যদি আউট না হতেন বাংলাদেশের স্কোরটা নিশ্চয়ই আরও বড় হতো। স্কোর বড় হলে ম্যাচের গল্পটাও হয়তো অন্য রকম হতো। বাংলাদেশের দেওয়া ২২৩ রানের লক্ষ্য পেরোতে ভারতকে খেলতে হয়েছে শেষ বল পর্যন্ত। লিটন আউট ছিলেন কি না, বা ‘বেনেফিট অব ডাউট’ পেতে পারতেন কি না, তা নিয়ে অনেক আলোচনাই হয়েছে। কিন্তু এ আউট নিয়ে লিটনের কথা এত দিন শোনা যায়নি।

আজ শোনা গেল। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনের দ্বিতীয় দিনে সংবাদমাধ্যমের সামনে এলেন লিটন। যেহেতু আম্পায়ার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার স্বাভাবিকভাবেই এ নিয়ে এমন কিছু বলতে চান না, যেটি তাঁকে বিপাকে ফেলে! লিটন শুধু বললেন, ‘হ্যাঁ, আরও কিছুক্ষণ খেলতে পারলে ভালো হতো। সেটা দলের জন্য, আমার জন্যও। আর আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন, সেটা আউটই।’

এবার এশিয়া কাপটা নতুনভাবে চিনিয়েছে লিটনকে। যাঁর চোখে–মুখে আত্মবিশ্বাস আর সামনে ভালো করার আত্মপ্রত্যয়। রাশভারী চেহারাটা আড়াল করে কথা বলছেন হাসিমুখে। এশিয়া কাপের আগে যখন তাঁকে প্রশ্ন করা হলো, শুরুটা ভালো করছেন। কিন্তু লিটনের ব্যাটে সেটির সুন্দর পরিণতি পাচ্ছে না কেন? কেন বড় ইনিংস দেখা যাচ্ছে না? জবাবে বলেছিলেন, ‘বড়দের কাতারে যেতে পারিনি তো তাই এখনো বড় ইনিংস হচ্ছে না!’ এশিয়া কাপ ফাইনালের মতো বড় মঞ্চে লিটনের ব্যাটে দেখা গেছে ‘বড়’ ইনিংস। এবার আত্মমূল্যায়ন করতে গিয়ে লিটনের মুখে হাসি, ‘এখনো বড় খেলোয়াড় হইনি। কিন্তু আমি চেষ্টা করব, ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত ভালো খেলার।’

লিটন ধারাবাহিক ভালো খেলেন ঘরোয়া ক্রিকেটে। সেটির সফল অনুবাদ করতে পারেন না আন্তর্জাতিক ক্রিকেটে—এই অভিযোগ এবার তোলার উপায় নেই। বরং এবার লিটন আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দটা ধরে রেখেছেন ঘরোয়া ক্রিকেটে। রাজশাহীতে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। তবে দ্রুততম ডাবল সেঞ্চুরির চেয়ে তাঁর কাছে বেশি মূল্যবান এশিয়া কাপ ফাইনালের সেঞ্চুরি, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরি বেশি গুরুত্বপূর্ণ। আপনারাও ভালো জানেন, আমি অনেক দিন ধরেই ব্যাকফুটে ছিলাম। ভালো করাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। একই সঙ্গে এটা আমার জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, আমার জন্য অনেক বড় ব্যাপার।’

তবে এশিয়া কাপের সেঞ্চুরিকে ক্যারিয়ার বদলে ফেলা ইনিংস হিসেবে সনদ দিতে চান না লিটন, ‘আমার কাছে এতটা মনে হয় না। মনে হয় প্রতিটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। এটা সত্যি, একটি ম্যাচ অনেকের ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলতে পারে। কিন্তু আমাকে পরের ম্যাচে আবার শূন্য থেকেই শুরু করতে হবে। আমার চেষ্টা শূন্য থেকে বড় কিছু করা। ওটা (সেঞ্চুরি) নিয়ে এখন ভেবে কোনো লাভ নেই।’

লিটনের ভাবনায় তাই চলে আসছে জিম্বাবুয়ে সিরিজ। যেখানে তাঁকে শুরু করতে হবে শূন্য থেকেই।