পাকিস্তানের রাজত্ব যেখানে

টি-টোয়েন্টি মানেই যেন পাকিস্তানের জয় নিয়ে মাঠ ছাড়া। ছবি: এএফপি
টি-টোয়েন্টি মানেই যেন পাকিস্তানের জয় নিয়ে মাঠ ছাড়া। ছবি: এএফপি
>টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। র‌্যাঙ্কিংয়ের ওপর যাদের আস্থা কিছুটা কম, তারা অবাকই হবেন আরও একটি পরিসংখ্যানে—সর্বশেষ ৩০ টি-টোয়েন্টি ম্যাচের ২৬টিতেই জিতেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে এমন রেকর্ড নেই কারওরই।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান সব সময়ই সেরা। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে সবার কাছে যা স্বীকৃত সেই র‍্যাঙ্কিংয়ে সবার আগে আছে দলটি। দুইয়ে থাকা ভারতের চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে তারা। তিনে থাকা অস্ট্রেলিয়াকে কদিন আগে ধবল ধোলাই করল পাকিস্তান । কাল নিউজিল্যান্ডকেও ২ রানে হারিয়ে নতুন সিরিজের শুভ সূচনা করেছে দলটি। এ জয় দিয়েই অনন্য এক রেকর্ড নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

ক্রিকেটে র‍্যাঙ্কিং ব্যাপারটা একটু বেশিই জটিল। হিসাব নিকাশের প্যাঁচে পড়ে অনেক সময় এতে আপাতদৃষ্টিতে সেরা দল বা ব্যক্তি পিছিয়ে থাকে। আবার নির্দিষ্ট কিছু দল কিংবা খেলোয়াড়ের বিপক্ষে খেলেই র‍্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। সর্বশেষ দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা, বিশ্বকাপ ও এশিয়া কাপ—দুটির কোনোটিরই বিজয়ী পাকিস্তান নয়, এ তথ্যটা মনে পড়লে র‍্যাঙ্কিংকে আরেকটি বোকা পরিসংখ্যান বলতে ইচ্ছে হতেই পারে। ২০১৬ এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ পাকিস্তান বিশ্বকাপে তো সেমিফাইনালেই উঠতে পারেনি। তবু পাকিস্তান বিশ্ব সেরা?

হ্যাঁ, অন্তত রেকর্ড তো সেটিই বলছে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়, সাফল্যের হার (আফগানিস্তান বাদে)—সবকিছুতেই পাকিস্তানের জয়জয়কার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে স্নায়ুক্ষয়ী ২ রানের জয়ে গত ৩০ টি-টোয়েন্টি ম্যাচের ২৬টিতেই জয়! দারুণ একটা রেকর্ডই। টানা ৩০ ম্যাচে এমন পারফরম্যান্স টি-টোয়েন্টির ইতিহাসে দেখা গেছে মাত্র দুইবার। পাকিস্তানেরই ঘরোয়া ক্রিকেটের দল শিয়ালকোট স্ট্যালিয়ন ৩০ ম্যাচের মাত্র ৩টি ম্যাচ হেরেছিল। আর লাহোর লায়নস ২৬ জয় ও ৪ হার নিয়ে পাকিস্তানের সঙ্গেই আছে।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট চিন্তা করলে পাকিস্তানের ধারে কাছে নেই কেউই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে দলটি, হার ওই ৪টিই। তবে পাকিস্তান অধিকাংশ ম্যাচই আরব আমিরাতে খেলেছে, পাকিস্তানেও খেলেছে কিছু ম্যাচ। সফরে গেলেও জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের অবদানই বেশি সেখানে। তবে এটাও সত্যি, নিউজিল্যান্ডে গিয়েও সিরিজ জিতেছে দলটি। অন্য সংস্করণে যাই হোক না কেন, টি-টোয়েন্টিতে পাকিস্তান আসলেই এখন সবার সেরা। অন্তত আরেকটি বৈশ্বিক প্রতিযোগিতার আগ পর্যন্ত তো বটেই।