সিলেট টেস্টে প্রথম দিনের স্কোরকার্ড দেখুন এখানে

বল হাতে একটি উইকেট নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো
বল হাতে একটি উইকেট নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো

সিলেট টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের স্কোর ৫ উইকেটে ২৩৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট তাইজুল ইসলামের। একটি করে উইকেট আবু জায়েদ, মাহমুদউল্লাহ ও নাজমুল ইসলামের। প্রথম দিনের খেলার বিস্তারিত স্কোরকার্ড নিচে দেওয়া হলো—

টস: জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস)

রান

বল

মাসাকাদজা এলবিডব্লিউ আবু জায়েদ

৫২

১০৫

চারি ব তাইজুল

১৩

৩১

টেলর ক শান্ত ব তাইজুল

১৫

উইলিয়ামস ক মিরাজ ব মাহমুদউল্লাহ

৮৮

১৭৩

রাজা ব নাজমুল

১৯

৫২

মুর ব্যাটিং

৩৭

১২২

চাকাভা ব্যাটিং

২০

৪৮

অতিরিক্ত (লেবা, ১)           

মোট (৯১ ওভারে, ৫ উইকেটে)           

২৩৬

উইকেট পতন: ১–৩৫ (চারি, ১০.৪), ২–৪৭ (টেলর, ১৬.২), ৩–৮৫ (মাসাকাদজা, ৩১.৬), ৪–১২৯ (রাজা, ৪৭.৩), ৫–২০১ (উইলিয়ামস, ৭৬.৩)। 

বোলিং: আবু জায়েদ ১৮–৩–৬১–১, তাইজুল ২৭–৩–৮৬–২, আরিফুল ৭–১–৪–০,মিরাজ ২১–৬–৩৭–০, নাজমুল ১৯–৫–৪২–১, মাহমুদউল্লাহ ২–০–২–১। 

                                                         —প্রথম দিন শেষে।