বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের স্কোরকার্ড দেখুন এখানে

সিলেট টেস্ট জয়ের পর জিম্বাবুয়ের খেলোয়াড়দের উল্লাস। ছবি: এএফপি
সিলেট টেস্ট জয়ের পর জিম্বাবুয়ের খেলোয়াড়দের উল্লাস। ছবি: এএফপি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক টেস্টে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হেরেছে বাংলাদেশ। জয়ের জন্য ৩২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে ১৬৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসের স্কোরকার্ড দেখুন এখানে:

জিম্বাবুয়ে প্রথম ও দ্বিতীয় ইনিংস : ২৮২ ও ১৮১

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৩            

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস, টার্গেট ৩২১)

রান

বল

লিটন এলবিডব্লিউ রাজা

২৩

৭৫

ইমরুল ব রাজা

৪৩

১০৩

মুমিনুল ব জার্ভিস

১৩

মাহমুদউল্লাহ ক (সাব) আরভিন ব রাজা

১৬

৪৫

শান্ত ক রাজা ব মাভুতা

১৩

৩২

মুশফিক ক মাসাকাদজা ব মাভুতা

১৩

৪৪

আরিফুল ক চাকাভা ব মাসাকাদজা

৩৮

৩৭

মিরাজ ক চাকাভা ব মাভুতা

১৫

তাইজুল ক টেলর ব মাসাকাদজা

নাজমুল এলবিডব্লিউ মাভুতা

আবু জায়েদ অপরাজিত

১১

অতিরিক্ত (বা ৫, লেবা, ২)           

মোট (৬৩.১ ওভারে, অলআউট)           

১৬৯

উইকেট পতন: ১–৫৬ (লিটন, ২২.৬), ২–৬৭ (মুমিনুল, ২৭.৩), ৩–৮৩ (ইমরুল, ৩৬.৫), ৪–১০২ (মাহমুদউল্লাহ, ৪২.৩), ৫–১১১ (শান্ত, ৪৬.৫), ৬–১৩২ (মুশফিক, ৫৪.৩), ৭–১৫০ (মিরাজ, ৫৮.৬), ৮–১৫১ (তাইজুল ৫৯.৫), ৯–১৫৫ (নাজমুল, ৬০.১), ১০–১৬৯ (আরিফুল, ৬৩.১)। 

বোলিং: জার্ভিস ১৪–৫–২৯–১, চাতারা ৯–২–২৫–০, রাজা ১৭–১–৪১–৩, উইলিয়ামস ৮–২–১৩–০, মাভুতা ১০–২–২১–৪, ওয়েলিংটন মাসাকাদজা ৫.১–০–৩৩–২।

                                                         —চতুর্থ দিন।

ফল: জিম্বাবুয়ে ১৫১ রানে জয়ী।

ম্যাচসেরা: শন উইলিয়ামস

সিরিজ: দুই ম্যাচের টেস্টে জিম্বাবুয়ে ১–০ ব্যবধানে এগিয়ে।