বিদায়ে নিজের উত্তরসূরি দিয়ে গেলেন সাইফ স্পোর্টিংয়ের কোচ

সাইফ স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিয়েছেন জোনাথন কিনসট্রি। সংগৃহীত ছবি
সাইফ স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিয়েছেন জোনাথন কিনসট্রি। সংগৃহীত ছবি
>ইথিওপিয়ার একটি বড় ক্লাব থেকে ভালো প্রস্তাব পেয়ে সাইফের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ইংলিশ কোচ স্টুয়ার্ট হল। কিন্তু ৫৯ বছর বয়সী এই কোচ সাইফের কর্তাদের সঙ্গে সমঝোতা করেই বিদায় নিচ্ছেন। যাওয়ার সময় দিয়ে যাচ্ছেন উত্তর আয়ারল্যান্ডের কোচ জোনাথন কিনস্ট্রিকে। ৩৩ বছর বয়সী এই কোচ সিয়েরা লিওন আর রুয়ান্ডার জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন

একটা বিরল ঘটনাই ঘটল বাংলাদেশের ফুটবলে। হাসিমুখে কোনো ক্লাবের কোচ বিদায় নিলেন, তাও আবার নিজের উত্তরসূরি ঠিক করে। ইংলিশ কোচ স্টুয়ার্ট হল সমঝোতার ভিত্তিতে দায়িত্ব ছাড়লেন সাইফ স্পোর্টিংয়ের, ইথিওপিয়ান প্রিমিয়ার লিগের শীর্ষ একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়ে। সাইফের অফিশিয়ালদের সঙ্গে সমঝোতায় এসেই দায়িত্ব ছাড়ছেন তিনি। নিজের বদলি হিসেবে দিয়ে যাচ্ছেন সিয়েরা লিওন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জোনাথন কিনস্ট্রিকে।

কিনস্ট্রি বয়স মাত্র ৩৩! হ্যাঁ, মাত্র ৩৩। এই বয়সেই কাজ করে ফেলেছেন জাতীয় দলের। উয়েফা প্রো-লাইসেন্সধারী এই কোচ সিয়েরা লিওন ছাড়াও রুয়ান্ডা জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাইফের সঙ্গে সমঝোতা করে বিদায় প্রসঙ্গে ৫৯ বছর বয়সী স্টুয়ার্ট জানালেন পুরো ঘটনাটি, ‘ইথিওপিয়ান ক্লাবের প্রস্তাবটি ভালো ছিল। আমি সাইফের কর্তাদের জানাই। তবে তাঁরা শর্ত দেন বেশ কয়েকটি। এর মধ্যে ছিল আমার চেনা-জানা হতে হবে। তাঁর কৌশল হবে আমারই ঘরানার। আর তাঁর সঙ্গে যোগাযোগও আমাকেই করতে হবে। সবকিছু বিবেচনা করে আমি জোনাথনকে বেছে নিয়েছি।’
আজ সকালেই সহকারীসহ ঢাকা পৌঁছেছেন জোনাথন। তাঁর অধীনে ২০১৪ সালের আগস্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সবচেয়ে ভালো (৫০তম) অবস্থায় উঠে এক সময়ের যুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওন। এসেই আশার কথা শুনিয়েছেন, ‘আমি সবকিছু জেনে-বুঝেই সাইফের দায়িত্ব নিতে যাচ্ছি। স্টুয়ার্ট আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। আমি নিজেও সাইফের খেলার ভিডিও দেখেছি বেশ কয়েকটি।’
জোনাথনের কাজটা আরও সহজ করে দিতে পারেন স্টুয়ার্টের সঙ্গে সহকারী হিসেবে কাজ করা তানজানিয়ার ড্যানিশ কিতাম্বি। এই শুক্রবার শেখ জামালের বিপক্ষে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে সাইফের ডাগআউটে অভিষেক হবে জোনাথনের।