সাফজয়ী কিশোরদের ডেকেছেন প্রধানমন্ত্রী

অনূর্ধ্ব–১৫ সাফজয়ী কিশোর ফুটবল দল। সংগৃহীত ছবি
অনূর্ধ্ব–১৫ সাফজয়ী কিশোর ফুটবল দল। সংগৃহীত ছবি
>গণভবনে বৃহস্পতিবার সাফজয়ী অনূর্ধ্ব-১৫ দলকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার প্রতি ভালোবাসার কথা সবারই জানা। সময় পেলেই চলে যান মাঠে। যেকোনো খেলায় দেশের জন্য সাফল্য নিয়ে আসা দল বা খেলোয়াড়দের জন্য গণভবনে নিমন্ত্রণ থাকেই। মেয়েদের ফুটবল দল অনেকবারই তাঁর সান্নিধ্য পেয়েছে। এবার তিনি ডেকেছেন নেপালে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ জয়ী কিশোর দলকে।

আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে গণভবন যাবে অনূর্ধ্ব-১৫ দল। বিষয়টি আজ জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী।’
১ নভেম্বর সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোল হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। মালদ্বীপ ও নেপালকে হারিয়ে গ্রুপপর্ব পেরিয়েছিল মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা।