'কখনোই ভাবিনি জিম্বাবুয়ের কাছে হারব'

>সিলেট টেস্ট হেরে বাংলাদেশ সিরিজটা পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। চোটে পড়ে দলের বাইরে থাকা তামিমের আশা, বাংলাদেশ দল ঘুরে ১১ নভেম্বর শুরু ঢাকা টেস্টে।

সিলেট টেস্টের পর ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ ভীষণ হতাশায় বললেন, ‘এটা আমাদের ভাবমূর্তির ব্যাপার। অবশ্যই ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে। না হলে এভাবে টেস্ট খেলার কোনো মানে হয় না।’ মাহমুদউল্লাহর হতাশাটা উপলব্ধি করতে পারেন তামিম ইকবাল। চোটে পড়ায় জিম্বাবুয়ে সিরিজ খেলছেন না বাঁহাতি ওপেনার। তবে দূর থেকে বাংলাদেশ দলের হার দেখে তিনিও হতাশায় পুড়ছেন। তামিমের আশা, ঢাকা টেস্টে বাংলাদেশ ভালোভাবে ঘুরে দাঁড়াবে, সিরিজটা বাঁচাবে।

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন তামিম। পুনর্বাসন–প্রক্রিয়া শেষে শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। আজ অনুশীলনের পর সংবাদমাধ্যমকে বললেন, কতটা হতাশ হয়েছেন সিলেট টেস্টে বাংলাদেশ বাজেভাবে হারায়, ‘কখনোই ভাবিনি যে জিম্বাবুয়ের কাছে হারব। সবার প্রত্যাশা ছিল টেস্টটা জিতব। যখন এমন কিছু হয় তখন মানুষ অনেক কষ্ট পায়। হতাশ হয়ে পড়ে। রিয়াদ ভাইয়ের মন্তব্যটা সম্ভবত হতাশা থেকেই এসেছে। এটাই আমি বিশ্বাস করি। অধিনায়ক হিসেবে অবশ্যই ভিন্ন কিছু করতে চাইবেন তিনি। সাধারণত মানুষ হতাশা থেকে অনেক কিছু বলে থাকে। মনে করি এখানেও তা-ই হয়েছে। সবাই জানি ক্রিকেটাররা কতটা কষ্ট করছে টেস্টে ভালো করতে। এটাই হলো মূল ক্রিকেট। এত কষ্ট করার পরও যখন ভালো ফল পাচ্ছি না, তখন সেটি অনেক হতাশার।’

বাংলাদেশ টেস্টেও ভালো করবে এই আশা তামিমের। ছবি: প্রথম আলো
বাংলাদেশ টেস্টেও ভালো করবে এই আশা তামিমের। ছবি: প্রথম আলো

তবে তামিম মনে করেন বাংলাদেশ দল যদি আবার ভালো করতে শুরু করে, এ হতাশা দূর হয়ে যাবে। আবারও বাংলাদেশ দল ভাসবে প্রশংসায়। বাঁহাতি ওপেনার বললেন, ‘একটা সময় আসবে যখন আমরা ঘুরে দাঁড়াব। এর চেয়ে আমরা ভালো খেলব। মানুষ সমালোচনা করবে, পেছনে কথা বলবে। তবে আমরা ১৫-২০ জনের একটি দল বিশ্বাসী, এ বিষয়টি ইতিবাচকভাবে নিতে পারব। সামনের দিকে এগিয়ে যাব। খুব ভালো করে জানি যে আমরা যখন আবার একটি সিরিজে ভালো খেলব, তখন সবাই আবার আমাদের বাহবা দেবে। এটাই পেশাদার ক্রিকেটের একটি অংশ।’

তামিমের বিশ্বাস, জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টেই বাংলাদেশ ভালো খেলবে। শেষ বিকেলের ম্লান আলোয় তামিমের স্বপ্নাতুর চোখ বলছে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ছন্দে ফিরবে, ‘আমি নিশ্চিত যে মিরপুরে ওরা ফিরে আসবে। এখানে অনেক আলোচনা হচ্ছে, ধরুন আমরা ওয়ানডের মতো টেস্ট সেভাবে খেলতে পারছি না। এটি আসলে একটি ফ্যাক্ট, আর এটিই সত্যি। আর আমাকেও এটি স্বীকার করতে হবে। তবে আমরা এরই মধ্যে বিশ্বের সেরা দুটি টেস্ট দলকে হারিয়েছি। যেভাবে আমরা খেলেছি সেটাও দেখতে হবে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজটা ভালো যায়নি। তবে আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি করছি। যতটুকু ভালো করার দরকার ছিল এত দিনে সেটি হয়নি। কিন্তু যদি কেউ বলে যে আমরা কিছুই করতে পারছি না, সেটি কখনোই মানব না।’