রিয়াল মাদ্রিদের কোচ হতে পারতেন ওয়েঙ্গার!

রিয়ালের প্রস্তাব পেয়েও যাননি ওয়েঙ্গার। ফাইল ছবি
রিয়ালের প্রস্তাব পেয়েও যাননি ওয়েঙ্গার। ফাইল ছবি

আর্সেনাল ও আর্সেন, কাছাকাছি দুটি শব্দ সমর্থকই হয়ে উঠেছিল। ২২ বছর আর্সেনালের দায়িত্বে ছিলেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের ইতিহাসই বদলে দিয়েছেন এই ফরাসি কোচ। এই কোচের আবির্ভাবই বদলে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগকে। কিন্তু আর্সেনালের সমার্থক নাও হতে পারতেন ওয়েঙ্গার। বায়ার্ন মিউনিখ কিংবা রিয়াল মাদ্রিদের হয়েও গড়তে হতে পারতেন। অথবা ব্যর্থ হয়ে অংশ নিতেন এই দুই ক্লাবের ফুটনোটে!

এ মৌসুমেই আর্সেনালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ওয়েঙ্গার। আর্সেনালের দায়িত্ব পেয়েছেন উনাই এমেরি। এরপর থেকেই নতুন নতুন ক্লাবের সঙ্গে ওয়েঙ্গারের নাম জড়াচ্ছে। আর রিয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক তো অনেক পুরোনো। রিয়াল মাদ্রিদ যে ওয়েঙ্গারকে পেতে চেয়েছিল, এটা এখন আর কোনো খবর নয়। কিছুদিন আগে ওয়েঙ্গার নিজেই জানিয়েছিলেন ২০০৯ সালের দিকে স্প্যানিশ পরাশক্তিদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু নতুন খবর হলো, শুধু প্রস্তাবই পাননি, রিয়ালের সঙ্গে দর-কষাকষির পর্যায়েও গিয়েছিল সে আলোচনা।

প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক সভাপতি চার্লস ভিলেনুয়েভই জানালেন সে দর-কষাকষির কথা। শুধু রিয়াল নয়, জার্মান পরাশক্তিধর বায়ার্ন মিউনিখও দলের দায়িত্ব দিতে চেয়েছিল ওয়েঙ্গারের কাঁধে, ‘দুটি ক্লাব তাকে কোচ হিসেবে পেতে চেয়েছিল। বায়ার্ন মিউনিখ এর একটি, কারণ ওয়েঙ্গার চার ভাষায় কথায় বলতে পারে। আমি ইতালিতে একটি জিমন্যাসিয়ামে গিয়েছিলাম রিয়াল মাদ্রিদের সঙ্গে তার এক আলোচনার অংশ হতে কিন্তু সে আর্সেনালেই রয়ে যায়।’

২০০৮ সালের মে থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত পিএসজির সভাপতি ছিলেন ভিলেনুয়েভ। ওই সময়টায় ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে ইউরোপেও ভয় জাগান দল ছিল ওয়েঙ্গারের আর্সেনাল। তাই ওয়েঙ্গারকে নিজের ক্লাবে পাওয়ার আশা ভিলেনুয়েভও করতেন। সাবেক সভাপতির আশা এখনো ওয়েঙ্গারকে পেলে ভালো হবে পিএসজির জন্য, কোচ হিসেবে হয়তো নয় তবে অন্য কোনো পদে, ‘আমার ধারণা সে দলকে অনেক কিছু দিতে পারবে। হয়তো সভাপতি হিসেবে নয়, বর্তমান সভাপতি নাসের-এল-খেলাইফি ভালোই করছেন। কিন্তু ক্লাবকে সেরা হতে হলে সেরা নেতা থাকা দরকার। একটা ক্লাবে শুধু সেরা খেলোয়াড় থাকলেই চলে না। তাই ওয়েঙ্গারকে পিএসজিতে দেখতে চাই।’