বাংলাদেশ অলআউট ৩২৪ রানে

তাইজুল-নাঈমের জুটি যোগ করেছে ৬৫ রান। ছবি: এএফপি
তাইজুল-নাঈমের জুটি যোগ করেছে ৬৫ রান। ছবি: এএফপি
>জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৩২৪ রানে।

দুই দলের খেলোয়াড়েরা প্রায় চলে গেছেন মাঠের বাইরে। আম্পায়ারদের ডাকে সবাইকে আবার ফিরতে হলো। জোমেল ওয়ারিক্যানের করা ৯২.২ ওভারে মোস্তাফিজুর রহমান আউট হননি। রিভিউ নিয়ে বেঁচে গেছেন। আবারও ফিরে এসেও বেশি দূর এগোতে পারেননি। ওয়ারিক্যানের ওভারেই দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট ৩২৪ রানে।

সকালে গা গরমে তাইজুল ইসলাম-নাঈম হাসানের বোলিং অনুশীলন দেখে বোঝা গেল, প্রথম ইনিংসের ব্যাটিং নিয়ে আর আশা নেই। বরং বোলিংয়ের প্রস্তুতি নেওয়াই ভালো। অথচ কালকের অপরাজিত দুই ব্যাটসম্যান তাইজুল-নাঈম বড় আশাই দেখিয়েছেন। কিন্তু আজ তাঁরা বেশি দূর যেতে পারেননি। ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শেষ ২ উইকেটে যোগ করতে পেরেছে ৯ রান। তাইজুল-নাঈমের নবম উইকেট ভেঙেছে ৬৫ রানে।

অভিষিক্ত নাঈম ফিরেছেন ২৬ রানে। শেষ ব্যাটসম্যান মোস্তাফিজ স্কোরবোর্ডে রানই যোগ করতে পারেননি। টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করলেও তাইজুলের আফসোস হতে পারে প্রথম ফিফটি না পেয়ে। ক্যারিবীয় বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের ৪ উইকেট পেতে দেখে তাইজুল-সাকিবরা অবশ্য আশাবাদী হতে পারেন, চট্টগ্রামের উইকেট তাঁদের জন্যও কিছু রেখেছে।