অস্ট্রেলিয়ার ছেলেরা যা পারেনি, মেয়েরা তা করল চারবার!

শিরোপা জয়ের উল্লাস অস্ট্রেলিয়ার মেয়েদের। ছবি: এএফপি
শিরোপা জয়ের উল্লাস অস্ট্রেলিয়ার মেয়েদের। ছবি: এএফপি
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ শিরোপা জিতল অস্ট্রেলিয়া

ক্রিকেটে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার দিন খারাপ যাচ্ছে। কথাটা পুরোপুরি সত্য নয়। দিন খারাপ যাচ্ছে ছেলেদের দলের। কিন্তু মেয়েদের বৃহস্পতি তুঙ্গে। ওয়েস্ট ইন্ডিজে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

ছেলে ও মেয়েদের সংস্করণে অস্ট্রেলিয়া সব সময়ই সমীহ–জাগানিয়া দল। অবিশ্বাস্য হলেও সত্য, ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া কখনো শিরোপা জিততে পারেনি। ছয়বার অংশ নিয়ে ২০১০ সালে রানার্সআপ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু মেয়েদের দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার ধরা–ছোঁয়ার বাইরে। ২০১০, ২০১২ ও ২০১৪ সালের সাফল্যটা ওয়েস্ট ইন্ডিজ থেকেও তুলে নিয়েছে মেগ ল্যানিংয়ের দল। আর কোনো দল যেখানে একবারের বেশি শিরোপা জিততে পারেনি, অস্ট্রেলিয়ার মেয়েরা সেখানে চার-চারবার চ্যাম্পিয়ন!

ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের কাছ থেকে শিরোপা বুঝে নিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ছবি: এএফপি
ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের কাছ থেকে শিরোপা বুঝে নিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ছবি: এএফপি

চার বছর আগে মিরপুরের সেই ফাইনালকে আজ এন্টিগায় ফিরিয়ে এনেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। সেদিন শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১০৫ রান তুলেছিল ইংলিশ মেয়েরা। ২৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য ব্যাপার, চার বছর আগে শেরেবাংলার সেই ফাইনালের সঙ্গে আজকের ফাইনালের কি দারুণ মিল! ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ আগে ব্যাটিংয়ে নেমে ১০৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তাড়া করতে নেমে ম্যাচটা ৮ উইকেটে জিতেছে সেই ২৯ বল হাতে রেখেই!