এ কেমন সাক্ষাৎকার ম্যারাডোনার!

সাক্ষাৎকার দিতে গিয়ে কথাই খুঁজে পাচ্ছেন না ম্যারাডোনা! ছবি: রয়টার্স
সাক্ষাৎকার দিতে গিয়ে কথাই খুঁজে পাচ্ছেন না ম্যারাডোনা! ছবি: রয়টার্স
মেক্সিকোর দ্বিতীয় বিভাগে খাবি খেতে থাকা ক্লাব দোরাদোসকে প্রথম বিভাগে ওঠার প্লে-অফের সেমিফাইনালে নিয়ে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। সেই সেমিফাইনালের প্রথম লেগেও জিতেছে তাঁর দল। কিন্তু ম্যাচের ওপর থেকে সব আলো কেড়ে নিল ম্যাচশেষে ম্যারাডোনার সাক্ষাৎকার!


কোচ হিসেবে অবশেষে সাফল্য পাওয়া শুরু করেছেন ম্যারাডোনা। আর্জেন্টিনার কোচ হিসেবে সাফল্য না পাওয়া ম্যারাডোনা এখন মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদোসের দায়িত্ব নিয়েছেন। সেপ্টেম্বরে ম্যারাডোনা দায়িত্ব নেওয়ার সময় লিগে ১৫ দলের মধ্যে দোরাদোস ছিল ১৩তম, লড়ছিল অবনমন এড়াতে। সেই দোরাদোসকেই ম্যারাডোনা নিয়ে গেছেন প্রথম বিভাগে ওঠার প্লে-অফের সেমিফাইনালে। তবে একটি ম্যাচের পর ম্যারাডোনা যে ‘সাক্ষাৎকার’ দিলেন, ম্যাচ বাদ দিয়ে সবাই আলোচনা করছে সেটা নিয়েই!

ম্যাচ শেষে দুজন মেক্সিকান উপস্থাপককে দেখা যায় ম্যারাডোনার সাক্ষাৎকার নিতে। তাদের মধ্যে একজন ম্যারাডোনাকে জিজ্ঞেস করেন, ‘মেক্সিকোতে আসার পর আশা করি আপনি মেক্সিকোর ঘরোয়া ফুটবল নিয়মিত দেখছেন। প্রথম বিভাগের দলগুলোর মান সম্পর্কেও আপনার ভালোই জানার কথা এখন। মেক্সিকোর ফুটবলের মান সম্পর্কে আপনার কি মতামত?’
খুবই সোজাসাপ্টা প্রশ্ন। ম্যারাডোনা চাইলেই গুছিয়ে বলতে পারতেন উত্তরটা। কিন্তু ম্যারাডোনার কাছ থেকে আর গোছানো উত্তর পেলেন কোথায় সাংবাদিকেরা! প্রশ্নের জবাব দিতে দিয়ে ম্যারাডোনা ‘আ... আ’ করে যতক্ষণ অর্থহীন শব্দ করলেন, উসাইন বোল্ট ততক্ষণে মোটামুটি দুইবার একশ' মিটার স্প্রিন্ট দিয়ে আসতে পারতেন! নিচে দেখে নিন ভিডিওটা -

ম্যারাডোনার এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। প্রচুর হাসাহাসি হচ্ছে এই ভিডিও নিয়ে। তবে সাক্ষাৎকার দিতে গিয়ে ম্যারাডোনার এমন বিব্রতকর অর্থহীন শব্দ করার উদাহরণ কিন্তু এটাই প্রথম নয়। কয়েক দিন আগেও তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে শব্দ খুঁজে পাচ্ছিলেন না! দেখে নিন সেই ভিডিওটাও

ম্যারাডোনার কি হলো তবে? তিনি কী কথা বলতে ভুলে গেলেন? নাকি রোগগ্রস্ত হাঁটু সারাতে যে চিকিৎসা নিচ্ছেন ম্যারাডোনা, তাঁর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কথা বলার সময়ে এভাবে ঘোরে চলে যান তিনি? অর্থহীন শব্দ বলতে থাকেন? তবে আর যাই হোক না কেন, দলের সঙ্গে ড্রেসিংরুমে বিজয় উদ্‌যাপন করতে কিন্তু ম্যারাডোনার মোটেও সমস্যা হয় না। নেচে, গেয়ে, উল্লাস করে, চিৎকার করে খেলোয়াড় আর কর্মকর্তাদের সঙ্গে আনন্দ করেন ম্যারাডোনা! আর করবেন নাই বা কেন? মেক্সিকান দল দোরদোসের কোচ হিসেবে ম্যারাডোনার সাফল্যটা রীতিমতো চোখধাঁধানো। সেপ্টেম্বরে ম্যারাডোনা দায়িত্ব নেওয়ার সময় মেক্সিকোর দ্বিতীয় বিভাগে ১৫ দলের মধ্যে দোরাদোস ছিল ১৩তম, লড়ছিল অবনমন এড়াতে। সেই দোরাদোসকেই ম্যারাডোনা নিয়ে গেছেন প্রথম বিভাগে ওঠার প্লে-অফের সেমিফাইনালে! সেই সেমিফাইনালের প্রথম লেগেই সেদিন হুয়ারেজকে ২-০ গোলে হারিয়েছে দোরাদোস।