মাহমুদউল্লাহর সেঞ্চুরি

দারুণ এক সেঞ্চুরিতে মিরপুর রাঙালেন মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হক
দারুণ এক সেঞ্চুরিতে মিরপুর রাঙালেন মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হক
>

নিজের তৃতীয় সেঞ্চুরিটি তুলে নিলেন মাহমুদউল্লাহ


দারুণ এক সেঞ্চুরিতে মিরপুর টেস্ট রাঙালেন মাহমুদউল্লাহ। রোস্টন চেজের বলটি কাট করে সীমানার বাইরে পাঠিয়ে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা পূরণ করলেন তিনি। ২০১০ সালে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিটি পাওয়ার পর আট বছর বিরতি দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে পেয়েছিলেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটি। তৃতীয়টি পেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না তাঁকে।


মিরপুরে মাহমুদউল্লাহর সেঞ্চুরিটি অসাধারণ গুরুত্ববাহী। কাল টেস্টের প্রথম দিন বিকেলের দিকে তিনি যখন মাঠে নামলেন, বাংলাদেশ কিন্তু খুব শক্তিশালী জায়গায় ছিল না। ৫ উইকেট হারিয়ে ফেলার পর সাকিব আল হাসানের সঙ্গে মাহমুদউল্লাহর ১১১ রানের জুটি বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেয়। এরপর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে তিনিই বাংলাদেশকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে আমিনুল ইসলামের ৩৮০ বল খেলা এখনো পর্যন্ত ক্রিকেটের বড় সংস্করণের প্রথম ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি বল খেলা। কাল নিজের টেস্ট অভিষেকে সাদমান ইসলাম ১৯৯ বল খেলেছিলেন। আজ মাহমুদউল্লাহ তাঁকে ছাড়িয়ে এখনো পর্যন্ত খেলেছেন ২১৩ বল। চা বিরতির ঠিক আগেই সেঞ্চুরি পূরণ করেছেন মাহমুদউল্লাহ। বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৪৭১। মাহমুদউল্লাহ অপরাজিত ১১১ রানে। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন তাইজুল। তিনি অপরাজিত ২৬ রানে। এই দুজন ইতিমধ্যেই ৫০ রানের জুটি গড়েছেন (নির্দিষ্ট করে ৫৩)। দ্বিতীয় সেশনে বাংলাদেশ যোগ করেছেন ৮৪ রান।