বিরল এক রেকর্ডে বাংলাদেশের ইনিংস

নাঈম হাসান অপরাজিত থেকে ছুঁয়েছেন দুই অঙ্কের ইনিংস। ছবি: প্রথম আলো
নাঈম হাসান অপরাজিত থেকে ছুঁয়েছেন দুই অঙ্কের ইনিংস। ছবি: প্রথম আলো
>

নাঈম হাসানকে নিয়ে বাংলাদেশের ১১ ব্যাটসম্যানের প্রত্যেকে দুই অঙ্ক ছুঁয়েছেন। টেস্টে এমন ঘটনা খুব বেশিবার ঘটেনি। সেটাই করে দেখাল বাংলাদেশ

৫০০! স্কোরবোর্ডে ম্যাজিক অঙ্কটা ভেসে ওঠার আগেই দর্শকদের তুমুল হর্ষধ্বনি। কার্লোস ব্রাফেটের করা ওই ওভারের দুই বল পরে আরও একবার করতালি দেওয়া উচিত ছিল সবার। নাঈম হাসান লং অনে ঠেলে যখন ১ রান নিলেন, বাংলাদেশের এই ইনিংসের স্কোরবোর্ড উঠে গেল ইতিহাসের পাতায়। এমন ঘটনা যে টেস্ট ক্রিকেট খুব বেশি দেখেনি, যেখানে ১১ ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে দুই অঙ্ক ছুঁয়েছেন!

মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টটি ২৩৩১ নম্বর ম্যাচ। এত এত টেস্টে ১১ ব্যাটসম্যানের প্রত্যেকের ডাবল ফিগারে যাওয়ার ঘটনা এ নিয়ে ঘটল মাত্র ১৪ বার। গড়ে ১৬৬ টেস্ট পরপর এমনটা ঘটেছে। প্রথম ১‌১০০ টেস্টে এই ঘটনা ঘটেছে মাত্র ৮ বার। সে তুলনায় এখন অবশ্য একটু নিয়মিতই ঘটছে। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ৫ বার ইনিংসে প্রত্যেক ব্যাটসম্যান দুই অঙ্কে গেলেন।

যে ১২ দল টেস্ট খেলে, এর মধ্যে মাত্র ৬ দল এমন কীর্তি করে দেখাল। এর মধ্যে ভারত চারবার; ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তিনবার করে; অস্ট্রেলিয়া ২ বার; বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে করেছে।

ইনিংসে ১১ ব্যাটসম্যানের দুই অঙ্ক

দল

প্রতিপক্ষ

সাল

ম্যাচ নম্বর

ইংল্যান্ড

অস্ট্রেলিয়া

১৮৯৪

৪৩

দ. আফ্রিকা

ইংল্যান্ড

১৯০৬

৯০

ইংল্যান্ড

অস্ট্রেলিয়া

১৯২৮

১৭৭

দ. আফ্রিকা

অস্ট্রেলিয়া

১৯৩১

২১৪

অস্ট্রেলিয়া

ভারত

১৯৪৮

২৯৫

ভারত

পাকিস্তান

১৯৫২

৩৬০

ভারত

নিউজিল্যান্ড

১৯৬৮

৬৩০

ভারত

নিউজিল্যান্ড

১৯৭৬

৭৮৬

অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা

১৯৯২

১১৯৪

ইংল্যান্ড

উইন্ডিজ

২০০৪

১৭১২

ভারত

ইংল্যান্ড

২০০৭

১৮৪২

উইন্ডিজ

অস্ট্রেলিয়া

২০১২

২০৪০

দ. আফ্রিকা

ইংল্যান্ড

২০১৬

২১৯৯

বাংলাদেশ

উইন্ডিজ

২০১৮

২৩৩১