যে ব্যাটিংয়ে ৮৯ বল খেলতে হলো না বাংলাদেশের

সিরিজে শুরুটা ভালো করলেও ম্যাচটা শেষ করে আসতে পারেননি লিটন। ছবি: এএফপি
সিরিজে শুরুটা ভালো করলেও ম্যাচটা শেষ করে আসতে পারেননি লিটন। ছবি: এএফপি

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেসেখেলে জয় তুলে নিল বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বোলারদের দাপটে থেমেছে ৯ উইকেটে ১৯৫ রানে। তাড়া করতে নেমে ৩৫.১ ওভারে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশ দলের ব্যাটিংয়ের স্কোরকার্ড দেখুন এখানে:

টস: ওয়েস্ট ইন্ডিজ

ওয়েষ্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫

বাংলাদেশ (লক্ষ্য ১৯৬)

রান

বল

তামিম ক বিশু ব চেজ

১২

২৪

০ 

লিটন ব পল

৪১

৫৭

০ 

ইমরুল ব থমাস

মুশফিক অপরাজিত

৫৫

৭০

সাকিব ক হোপ ব পাওয়েল

৩০

২৬

সৌম্য ক পাওয়েল ব চেজ

১৯

১৩

মাহমুদউল্লাহ অপরাজিত

১৪

২১

অতিরিক্ত (লেবা ৬, নো ২, ও ১৩)

২১

মোট (৩৫.১ ওভারে, ৫ উইকেটে)

১৯৬

উইকেট পতন: ১-৩৭ (তামিম ৭.৬ ওভার), ২-৪২ (ইমরুল, ৮.৪ ওভার), ৩-৮৯ (লিটন, ১৮.২ ওভার), ৪-১৪৬ (সাকিব, ২৬.১ ওভার), ৫-১৭৫ (সৌম্য, ২৯.২ ওভার)। 

বোলিং: রোচ ৬-০-৩৫-০, চেজ ৯-১-৪৭-২, থমাস ৫-০-৩৪-১, পল ৮-০-৩৭-১, বিশু ৬.১-০-৩০-০, পাওয়েল ১–০–৭–১। 

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ