তলানির দলকে হারাতেও ঘাম ঝরল রিয়ালের

গ্যারেথ বেলের একমাত্র গোলে জয় পেয়েছে রিয়াল। ছবি: এএফপি
গ্যারেথ বেলের একমাত্র গোলে জয় পেয়েছে রিয়াল। ছবি: এএফপি

সান্তিয়াগো সোলারি কাকে ধন্যবাদ দেবেন? ম্যাচের একমাত্র গোলদাতা গ্যারেথ বেলকে, নাকি যাঁর কারণে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া সম্ভব হলো সেই থিবো কোর্তোয়াকে। লিগে ২০তম দলের মাঠে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। নবাগত হুয়েস্কাকে হারাতেই ঘাম ছুটেছে রিয়ালের। বেলের ৮ মিনিটের গোল ১-০ গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

ম্যাচের শুরু থেকেই বল দখলে বেশি নজর ছিল রিয়ালের। তারই ফল মিলেছে অষ্টম মিনিটে। ডান প্রান্ত থেকে ওদ্রিওসোলার ক্রস হুয়েস্কা ডিফেন্ডার মাথার ওপর দিয়ে এসে পড়ে বেলের পায়ে। ওই ডিফেন্ডারকে সামনে রেখে হুয়েস্কা গোলরক্ষককে ফাঁকি দিতে জোরালো এক শট নিয়েছিলেন বেল। সেটা জালে আশ্রয় নিতেই স্বস্তি নেমে এসেছে ওয়েলশ ফরোয়ার্ডের বুকে। লিগে গোল করার স্বাদটাই যে ভুলে বসেছিলেন তিনি। সেই কবে ১ সেপ্টেম্বর লেগানেসের বিপক্ষে গোল করেছিলেন। এর ৯৯ দিন পর এসে আবার লা লিগায় গোল পেয়েছেন বেল!

লিগে বেলের সর্বশেষ গোল করার পর দলে অনেক পরিবর্তন এসেছে। লোপেতেগির বদলে দলের কোচের ভার এখন সোলারির কাঁধে। এই আর্জেন্টাইন কোচের অধীনে বেলের তৃতীয় গোলটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। তবে এর কৃতিত্ব দুই দলের গোলরক্ষকের। রিয়ালের গোলবারে কোর্তোয়া এবং হুয়েস্কার গোলবারে জোভানোভিচ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মাঠের প্রবল বাতাসে বলের ফ্লাইট বুঝতে ঝামেলা হচ্ছিল। এর মাঝেও বেলকে আরও দুবার গোল বঞ্চিত করেছেন জোভানোভিচ। অন্য প্রান্তেও রিয়াল রক্ষণের ফাঁকফোকর বের হয়ে গেলেও কোর্তোয়া-বাধা পার হতে পারেনি হুয়েস্কা।

ম্যাচের শেষ ১০ মিনিটের প্রতিটি মুহূর্ত ভয়ে পার করেছে রিয়াল। প্রতিমুহূর্তেই মনে হচ্ছিল ম্যাচে ফিরে আসবে স্বাগতিক দল। ৯২ মিনিটে বাতাসে বাঁক নেওয়া এক ফ্রি কিক থেকে রিয়ালকে বাঁচিয়েছেন কোর্তোয়া। আর বার দু-এক কোর্তোয়াও ব্যর্থ হয়েছিলেন, কিন্তু হুয়েস্কা ফরোয়ার্ডদের ব্যর্থতায় জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ স্থানে উঠে এসেছে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।