রাতের আলোয় খেলতে চায় না বাংলাদেশ

সিলেটের টি-টোয়েন্টিতে ফ্লাড লাইটে খেলা এড়াতে চাইছে বাংলাদেশ । ছবি: প্রথম আলো
সিলেটের টি-টোয়েন্টিতে ফ্লাড লাইটে খেলা এড়াতে চাইছে বাংলাদেশ । ছবি: প্রথম আলো
>এ নিয়ে তিনবার বদলেছে সিলেটে হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির সময়। বিসিবি চাইছে না ম্যাচটা ফ্লাডলাইটে আয়োজন করতে

শুরুতে যে সূচিটা দেওয়া হয়েছিল, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। কাল সময়ে পরিবর্তন আনে বিসিবি। পরিবর্তিত সময় অনুযায়ী পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল ২টায়, শেষ হবে ৫টা ১০ মিনিটে।

বিসিবি সূত্রে সবশেষ যেটা জানা গেল, ম্যাচের সময়ে আবারও পরিবর্তন আনা হয়েছে। সিলেটে পরশু সিরিজের প্রথম টোয়েন্টি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। বাংলাদেশ আসলে ফ্লাডলাইটে খেলতে চাইছে না ম্যাচটা। পুরো দিনের আলোয় ২০ ওভারের ক্রিকেট খেলতে চায় তারা। বেলা ২টায় ম্যাচ শুরু করলেও তিন ঘণ্টা ১০ মিনিটের ম্যাচ গড়াত সন্ধ্যায়। তাতে ফ্লাড লাইট জ্বালাতেই হতো। তৃতীয়বারের মতো সময় পরিবর্তন করে ম্যাচটা তাই এগিয়ে আনা হয়েছে দুপুর সাড়ে ১২টায়, যেটি শেষ হওয়ার কথা বিকেল ৪টার আগেই।

দিনের আলোয় খেলা আয়োজন নিয়ে বিসিবি পরিচালক ও সিলেটের শীর্ষ ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী প্রথম আলোকে বললেন, ‌‘ফ্লাডলাইটের একটা টাওয়ারে একটু কারিগরি ত্রুটি আছে। সেটি ঠিক করতে হাতে এক দিন সময় আছে আমাদের। তবুও আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। ম্যাচটা নির্বিঘ্নে আয়োজন করতেই সময় এগিয়ে এনেছি। চাইছি দিনের আলোয় খেলাটা শেষ হয়ে যাক। ফ্লাড লাইটে আয়োজন করতে পারলে অনেক সুন্দর হতো। তবে ম্যাচে আলোর সমস্যায় কিছু হয়ে গেলে সুন্দর আয়োজন মুহূর্তেই অসুন্দর হয়ে যেতে পারে। আমরা তাই ঝুঁকি নিচ্ছি না।’

সিলেটে অনুষ্ঠিত ২০১৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে কারিগরি ত্রুটির কারণে ম্যাচ চলার সময় হঠাৎ ফ্লাড লাইট বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ৩-৪ মিনিট খেলা বন্ধ ছিল। আয়োজকেরা সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার কোনো ঝুঁকিই নিতে চান না।

টেস্টের পর ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। এ ছুটির দিনে খেলোয়াড়েরা যে যাঁর মতো সময় কাটিয়েছেন। সকালে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েস চলে গেছেন ঢাকায়।