বড়দিন উপলক্ষে কতগুলো জার্সি কিনেছেন বসুন্ধরা কোচ?

মুম্বাই ইন্ডিয়ানসের কোচ থাকাকালীন সাবেক ফরাসি তারকা নিকোলাস আনেলকাকে ফুটবলীয় শিক্ষা দিচ্ছেন অস্কার ব্রুজোন। সংগৃহীত ছবি
মুম্বাই ইন্ডিয়ানসের কোচ থাকাকালীন সাবেক ফরাসি তারকা নিকোলাস আনেলকাকে ফুটবলীয় শিক্ষা দিচ্ছেন অস্কার ব্রুজোন। সংগৃহীত ছবি
আগামীকাল স্বাধীনতা কাপের ফাইনালে বড়দিন উপলক্ষে অনেক জার্সি নিয়ে মাঠে উপস্থিত থাকবেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।


বসুন্ধরা কিংসের সমর্থকেরা আগামীকাল শেখ রাসেলের বিপক্ষে স্বাধীনতা কাপের ফাইনাল দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসছেন? তবে গায়ে জার্সি চাপিয়ে আসলেই হয়তো ভালো করবেন। কারণ দলের কোচ নিজেই যে গোটা পঞ্চাশেক জার্সি কিনে বসে আছেন। সমর্থক হয়ে কোচকে টপকাতে হবে না? বড়দিন উপলক্ষে ক্লাবের এত জার্সি কিনেছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

বড়দিন মানেই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসবের দিন। কিন্তু আগামীকাল স্বাধীনতা কাপের ফাইনাল থাকায় বড়দিন উপলক্ষে আজ বিশেষ কোনো পরিকল্পনা নেই ব্রুজোনের। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী লিমিটেডের বিপক্ষে হেরে শিরোপা ছোঁয়া হয়নি। আগামীকালের ফাইনালটা নিয়ে তাই তাঁর যত ভাবনা। বক্সিং ডেতে ফাইনাল হচ্ছে বলে ইতিমধ্যে আগামীকালের ম্যাচের গায়ে ট্যাগ লাগিয়ে দিয়েছেন ‘বক্সিং ডে ফাইনাল’। আর তাঁর পুরো নজর ম্যাচের দিকেই, ‘আগামীকাল বক্সিং ডে ফাইনাল। ম্যাচটির দিকেই আমার সব মনোযোগ। সকালে অনুশীলন আছে। বড়দিন উপলক্ষে কোনো পরিকল্পনা রাখিনি।’

পরিকল্পনা যে একদম নেই, তা-ও কিন্তু নয়। কারণ বড়দিন উপলক্ষে তিন দিন আগে বসুন্ধরা দলের ৫০টি জার্সি কিনেছেন। ফেডারেশন কাপ শেষে দেশে ফিরে যার অধিকাংশ জার্সিই স্পেনের বন্ধুদের দেবেন ৪১ বছর বয়সী স্প্যানিশ, ‘বড়দিন উপলক্ষে আমি সাধারণত নিজ দলের জার্সি কিনে উপহার দিয়ে থাকি। এবার ৫০টি জার্সি কিনেছি বসুন্ধরার। কিছু বন্ধুদের দিয়েছি। আর বাকিগুলো স্পেনের বন্ধুদের দেব।’

উয়েফা ‘প্রো’ লাইসেন্সধারী ব্রুজোন গত মৌসুমে মালদ্বীপ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব নিউ রেডিয়ান্টের কোচ ছিলেন। মালদ্বীপ ছাড়াও এর আগে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলের দল মুম্বাইয়ের কোচ হিসেবে কাজ করেছেন। স্প্যানিশ ক্লাব মায়োর্কার সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তাঁর। বিশ্বস্ত সূত্র অনুযায়ী মাসিক ১০ হাজার ডলারের বিনিময়ে এক বছরের চুক্তিতে বসুন্ধরার দায়িত্ব নিয়েছেন। এই মৌসুমে ব্রুজোনই ঘরোয়া লিগের সবচেয়ে দামি কোচ।