হ্যাজার্ডের চোখে এখন চেলসি-কিংবদন্তি হওয়ার স্বপ্ন

>
চেলসির কিংবদন্তি হতে চান হ্যাজার্ড। ফাইল ছবি
চেলসির কিংবদন্তি হতে চান হ্যাজার্ড। ফাইল ছবি

রিয়াল মাদ্রিদ নিয়ে হ্যাজার্ডের মুগ্ধতার কোনো শেষ নেই। চেলসি ছেড়ে মাদ্রিদে যাওয়ার ব্যাপারে আগ্রহের কথা প্রায়ই শোনা যায় তাঁর কণ্ঠ থেকে। কিন্তু গতকাল চেলসির হয়ে নিজের শততম গোল করার পর সে চিন্তাটা আপাতত দূরেই রাখতে চাইছেন তিনি।

গত রাতে এডেন হ্যাজার্ডে সওয়ার হয়ে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। দুটো গোলই করেছেন হ্যাজার্ড, আর এর মাধ্যমে চেলসির হয়ে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন এই বেলজিয়ান তারকা। মাইলফলক ছুঁয়েই ঘোষণা দিয়েছেন, চেলসির কিংবদন্তি হতে চান তিনি। অন্য কোনো ক্লাব নিয়ে চিন্তা তিনি করছেন না।
একবিংশ শতাব্দীতে চেলসির সফলতার পেছনে যাদের হাত রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জন টেরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা প্রমুখ। হ্যাজার্ড তাদের মতোই চেলসি কিংবদন্তি হতে চান, ‘আমি এই দলের হয়ে আরও অনেক গোল করতে চাই। আমি চেলসির কিংবদন্তি হতে চাই। টেরি, ল্যাম্পার্ড আর দ্রগবার মতো। আমি আপ্রাণ চেষ্টা করে যাব তাদের ছোঁয়ার।’
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মতো ক্লাবের হয়ে ১০০ গোল করা বিরাট এক অর্জন, মানছেন তিনি, ‘গোলগুলো আমার কাছে অনেক দামি। চেলসির মতো বিশেষ এক ক্লাবের হয়ে ১০১ টা গোল করা চাট্টিখানি কথা নয়, আমি এই অর্জনের কথা কখনো ভুলব না। এই মুহূর্তে আমি শুধু আমার নিজের, আমার সতীর্থ আর সমর্থকদের কথাই ভাবছি।’
এই মৌসুমে ১৮ ম্যাচ খেলে দশটি গোল করা হয়ে গেছে হ্যাজার্ডের, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ৯টি। উদ্যমী হ্যাজার্ড নিজের দলের জেতার মানসিকতারও প্রশংসা করেছেন একই সঙ্গে, ‘এর আগে উলভারহ্যাম্পটনের সঙ্গে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে জিতেছিলাম, লেস্টারের কাছে হারার পর আজকে আবার জিতলাম। দলের বিপদের সময়ে আমরা আরও বেশি একতাবদ্ধ হয়ে যাই এভাবেই।’
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার এক মৌসুম পরেই রিয়ালে যোগ দেওয়ার কথা সবার সামনেই বলেছেন হ্যাজার্ড। সে সময় নিজের স্বপ্নের খেলোয়াড়ের অধীনে খেলার ইচ্ছেই বড় ছিল হ্যাজার্ডের কাছে। নিজের আদর্শ জিদানের অধীনে খেলতে চাইলেও আসল ইচ্ছা যে রিয়াল মাদ্রিদের সাদা জার্সিটা গায়ে চাপানো, তা সবাই বুঝেছিল। এরপরও বিভিন্ন সময়ে হ্যাজার্ড আগ্রহ দেখিয়েছেন রিয়াল মাদ্রিদে আসার জন্য। কিন্তু মাদ্রিদের আগ্রহটা কমই ছিল। জিনেদিন জিদানের অনুরোধ সত্ত্বেও বারবার তাঁকে হতাশ করেছে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের পরেও বেশ কয়েকবার রিয়াল মাদ্রিদে আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পরে তাঁর জায়গাটা নেওয়ার জন্য রিয়াল যে কয়েকজন খেলোয়াড়ের তালিকা করেছিল, সে তালিকায় হ্যাজার্ডের নাম ছিল ওপরের দিকেই। পরে রোনালদোর বিকল্প হিসেবে রিয়াল কাউকে আনেনি, হ্যাজার্ডেরও আর রিয়াল যাওয়া হয়নি।