পুরস্কার নিয়ে ভাবেন না রোনালদো

দলের জয়ই মুখ্য রোনালদোর কাছে। ছবি: এএফপি
দলের জয়ই মুখ্য রোনালদোর কাছে। ছবি: এএফপি
>গত বছর কোনো ব্যক্তিগত পুরস্কার পাননি রোনালদো। নতুন বছরে এসে জানালেন, এসব পুরস্কার নিয়ে ভাবেন না

গত ১০ বছরের ব্যক্তিগত পুরস্কারের তালিকার দিকে তাকালে মাত্র দুজন নামের দেখা মিলবে। একজন ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যজন লিওনেল মেসি। ব্যক্তিগত এমন কোনো পুরস্কার নেই, যা তারা অর্জন করেননি। প্রায় সকল পুরস্কারেই ভাগ বসিয়েছেন এই দুজন। তবে তাদের রাজত্বের দিন শেষ হয়েছে। তাদের রাজত্বে গত বছর হানা দিয়েছেন লুকা মদরিচ। মদরিচ এসেই কেড়ে নিয়েছেন ব্যালন ডি’অর, ফিফা বেস্ট অ্যাওয়ার্ড। এ দেখে সাহস পাচ্ছেন নেইমার, সালাহ, এমবাপ্পেরা। নিজেদের রাজত্ব হারানোর পর রোনালদো বলেই দিলেন, ব্যক্তিগত পুরস্কারের দিকে তাঁর তেমন আগ্রহ নেই।

কিছুদিন আগে রোনালদো বলেছিলেন, পুরস্কার জেতা তাঁর জন্য নতুন এক অণুপ্রেরণা। প্রতিবার পুরস্কার জিতলে নতুন করে শুরু করবার আগ্রহ পান। তবে এখন পুরস্কার জেতার অনুভূতি বাকি সব রেকর্ড ভাঙার মতোই মনে হচ্ছে, ‘সত্যি বলতে আমার কাছে এখন ব্যক্তিগত পুরস্কার প্রাপ্তির চাইতে দলের জয়ে ভূমিকা রাখা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’ তবে রেকর্ড ভাঙার অনুভূতি একইরকম আছে তাঁর জন্য। ‘তবে সব রেকর্ড ভাঙার মতো আনন্দ একইরকম। কারণ এর মানে আমার উন্নতি ঘটছে, যাতে রেকর্ডগুলো আমি ভাঙতে পারছি।’

৮ বছর পর এই প্রথম কোনো বছরে ৫০ গোল করতে পারেননি রোনালদো। ২০১৮ সালে তাঁকে থামতে হয়েছে ৪৯ গোলে। শেষ ম্যাচে হ্যাটট্রিক করলেই রেকর্ড বজায় রাখতে পারতেন তিনি, কিন্ত দুই গোল করায় থামতে হয়েছে ৪৯-এই। জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে মাত্র ১ গোল করেছেন রোনালদো। অথচ রোনালদোকে জুভেন্টাস কিনেছে চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্যই। সে পথে অবশ্য এখনো অটল জুভেন্টাস। নতুন দলকে নিয়ে অনেক আশা রোনালদো, ‘দলের সবদিক দিয়েই অনেক উন্নতি হয়েছে। জেতা সব সময়ই কঠিন, যে কারণে আমি প্রতিদিন প্রতিদিনকে ছাড়িয়ে যেতে চাই।আমি অবশ্যই চ্যাম্পিয়নস লিগ জিততে চাই, তবে জিততে না পারলে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে না।’