বিপিএলে বিদেশি তারকারা কে কোন দলে?

গেইল-স্মিথরা কে কোন দলে? ফাইল ছবি
গেইল-স্মিথরা কে কোন দলে? ফাইল ছবি
>বিপিএলের ষষ্ঠ মৌসুম শুরু হচ্ছে ৫ জানুয়ারি। জাতীয় দলের টানা সূচির ডামাডোলে অনেকেরই হয়তো মনে নেই তারকারা কে কোন দলে খেলছেন এবারের বিপিএলে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের আগে তাই প্রথম আলোর পক্ষ থেকে আরেকবার জানিয়ে দেওয়া হচ্ছে বিদেশি তারকারা কে কোন দলে খেলছেন

অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নির্ধারিত সময়ের একটু পরেই হচ্ছে এবারের বিপিএল। তবে এতে আগ্রহের কমতি হয়নি কোনো। এবার বিপিএল সাজছে আরও বাড়তি রঙে। এবারই যে প্রথম এবি ডি ভিলিয়ার্স, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের দেখা যাবে বিপিএলে। 


বিপিএলে প্রায় প্রতি ম্যাচেই বিদেশি তারকারা মোড় ঘুড়িয়ে দেন। চ্যাম্পিয়ন হওয়ার স্কোয়াড গড়তে তাই ভালো বিদেশি খেলোয়াড়ের বিকল্প নেই। প্রতিটি দলই তাই চেষ্টা করেছে সম্ভাব্য সেরা খেলোয়াড়টিই বেছে নিতে। তবে এবার যেমন স্মিথদের বিপিএলে দেখা যাচ্ছে তেমনি বিগ ব্যাশের কারণে রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো তারকাদের পাওয়া যাচ্ছে না।

বিপিএলে বিদেশি তারকাদের দল

রংপুর রাইডার্স
ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ওশান টমাস, শেলডন কটরেল, শন উইলিয়ামস, রবি বোপারা।

ঢাকা ডায়নামাইটস
কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ইয়ান বেল।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
স্টিভেন স্মিথ, শহীদ আফ্রিদি, এভিন লুইস, লিয়াম ডসন, শোয়েব মালিক, থিসারা পেরেরা।

খুলনা টাইটানস
কার্লোস ব্রাফেট, লাসিথ মালিঙ্গা, ডাভিড মালান, ইয়াসির শাহ, পল স্টারলিং, ব্রেন্ডন টেলর, ডেভিড ভিসে।

সিলেট সিক্সারস
ডেভিড ওয়ার্নার, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সোহেল তানভীর।

রাজশাহী কিং
মোহাম্মদ হাফিজ, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা।

চিটাগং ভাইকিংস
মোহাম্মদ শেহজাদ, লুক রনকি, সিকান্দার রাজা, দাসুন শানাকা, ক্যামেরন ডেলপোর্ট, নাজিবুল্লাহ জাদরান।