কোহলিকে দুয়ো দেওয়ায় খেপেছেন পন্টিংরা

কোহলিকে এখন শুধু বোলার নয়, দর্শকের তোপও সামলাতে হচ্ছে। ছবি: এএফপি
কোহলিকে এখন শুধু বোলার নয়, দর্শকের তোপও সামলাতে হচ্ছে। ছবি: এএফপি
>সিডনি টেস্টে ব্যাটিংয়ে নামার সময় বিরাট কোহলিকে ‘দুয়ো’ দেওয়া মানতে পারছেন না অনেকেই।

সিরিজ শুরু হওয়ার আগ থেকেই অস্ট্রেলিয়া ব্যস্ত ছিল বিরাট কোহলিকে নিয়ে। মাঠে অস্ট্রেলিয়ানদের এই কোহলি-কেন্দ্রিক চিন্তার ফল তুলে নিচ্ছে ম্যাচে। কোহলিও তাঁর স্বভাবগত আক্রমণাত্মক আচরণ দিয়ে খেপিয়ে তুলছেন অস্ট্রেলীয়দের। স্বাগতিক গ্যালারি সেটা মানতে পারছে না। এরই ফল, গ্যালারি থেকে দুয়ো দেওয়া হচ্ছে ভারত অধিনায়ককে। গালিও শুনতে হচ্ছে তাঁকে। নিজেদের দর্শকের এমন আচরণ লজ্জায় ফেলে দিয়েছে স্বয়ং রিকি পন্টিংকে।

মেলবোর্নে কোহলিকে খেপানোর চেষ্টা হয়েছিল গালাগালির মাধ্যমে। পার্থেও দুয়ো দেওয়া হয়েছিল তাঁকে। সিডনির দর্শকেরাও বাদ যাবেন কেন? কোহলি ব্যাট করতে নামার সময় গর্জে উঠেছিল সিডনির গ্যালারি। দুয়ো দিয়ে ভরকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কোহলিকে। পন্টিংকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে কড়া প্রতিক্রিয়াই মিলেছে, ‘এটা যদি সত্যি দুয়ো হয়ে থাকে, তাহলে খুবই লজ্জার ব্যাপার। পার্থ টেস্টেও এ নিয়ে বলেছিলাম। কিছু সম্মান দেখাও।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টসও ব্যাপারটায় অসন্তুষ্ট, ‘এটা দেখতে মোটেও ভালো লাগেনি আমার। আমরা অস্ট্রেলিয়ানদের গর্বিত হতে বলি, আমরা জেতার কথা বলি। কিন্তু আমরা আশা করি এটা সম্মানের সঙ্গে অর্জিত হবে, এ নিয়ে কোনো তর্ক করার সুযোগ নেই। আমি সমর্থকদের বলব এ খেলাকে সম্মানের সঙ্গেই সমর্থন দিন। এটা (সম্মান দেওয়া) আমাদের চেয়ে বড়, সফরকারীদের সম্মান করুন, তাদের আমাদের দেশের সেরা অভিজ্ঞতা দুন। ওদের মাঠের খেলায় হারানোর চেষ্টা করব কিন্তু সেটা সম্মানের সঙ্গেই। সেটা খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক, সম্প্রচারক—সবারই মেনে চলা উচিত। এ খেলার মূল ভিত্তি হলো সম্মান এবং আশা করি এখন থেকে আমরা সবাই সেটা দেখতে পারব।’

ধারাভাষ্যকার টিম লেন অবশ্য দর্শকদের আরও কড়া কথা শুনিয়েছেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি, সে (কোহলি) যখন মাঠে নামল তখন যে অভ্যর্থনা পেয়েছে সেটা ছিল খুব বাজে এবং নিম্নমানের। সে সফরকারী দলের অধিনায়ক। এভাবে তাঁকে স্বাগত জানানো নিচু মানসিকতার পরিচয় দেয়। সে তো ভুল কিছু করেনি, সে শুধু একটু বেশিই ভালো খেলছে... জাতি হিসেবে আমাদের আরও ভালো করা উচিত। আমার এটা ভালো লাগেনি। কোহলির একটাই দোষ, সে তাঁর দলকে নেতৃত্ব দিচ্ছে এবং অস্ট্রেলিয়ায় এসে জিতছে। মানুষের এটা ভালো না লাগলেও তাদের এর মূল্য বোঝা উচিত এবং প্রশংসা করা উচিত।’