বুয়েটে অনুশীলন করতে গিয়ে ওয়ার্নার দেখলেন মোহামেডান!

আজ অনুশীলন নিয়ে বেশ হ্যাপা পোহাতে হয়েছে ওয়ার্নারকে। ছবি: প্রথম আলো
আজ অনুশীলন নিয়ে বেশ হ্যাপা পোহাতে হয়েছে ওয়ার্নারকে। ছবি: প্রথম আলো
বুয়েটে অনুশীলন করতে গিয়েছিল সিলেট সিক্সার্স। কিন্তু সেখান গিয়ে তারা হতাশ। কিন্তু কেন?


এক মাঠে সাত দলের অনুশীলন। কদিন ধরে একই চিত্র—খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সাংবাদিকদের উপস্থিতিতে গিজগিজ করে বিসিবি একাডেমি মাঠটা। এই জনারণ্য থেকে বেরিয়ে একটু নিরিবিলি অনুশীলন করতে চেয়েছিল সিলেট সিক্সার্স। আজ দুপুরে তারা গিয়েছিল বুয়েটের মাঠে।

সেখানে গিয়ে সিলেট আরও থমকে গেল। বুয়েটের মাঠে অনুশীলন করছে মোহামেডান ফুটবল দল। সেটিও সমস্যা নয়। সমস্যা উইকেটে। দলের এক খেলোয়াড় বললেন, ‘বুয়েটের মাঠ অনুশীলনের উপযুক্ত নয়। পরে আমরা চলে এসেছি বিসিবি একাডেমি মাঠে।’ দলীয় সূত্রে জানা গেছে, দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পছন্দ হয়নি বুয়েটের মাঠ। যদিও এটি নিয়ে কিছু বলতে চাইলেন না দলের কেউ।

সিলেট শেষ পর্যন্ত বিসিবি একাডেমি মাঠে অনুশীলন সারলেও খুলনা অনুশীলন করেছে ধানমন্ডি ইউল্যাবের মাঠে। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ সেখানেই বললেন নিজের দলের সম্ভাবনা নিয়ে, ‘কাগজে-কলমে হয়তো আমাদের ও রকম বড় তারকা নেই। তবে দলে খুব কার্যকারী খেলোয়াড় আছে, যারা তিন বিভাগেই কার্যকরী। আমাদের একটা দল হয়ে খেলতে হবে। গত বছর আমরা এটাই করার চেষ্টা করেছি। এ বছরও সেটা করার চেষ্টা।’