খুলনার বিপক্ষে টস হেরে খুশি সাকিব

আজও আগে ব্যাটিংয়ে নামবে সাকিবের ঢাকা ডায়নামাইটস। ছবি: প্রথম আলো
আজও আগে ব্যাটিংয়ে নামবে সাকিবের ঢাকা ডায়নামাইটস। ছবি: প্রথম আলো
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে খুলনা টাইটানস


বিপিএলে এবার নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বড় স্কোর (১৮৯/৫) পেয়েছিল ঢাকা ডায়নামাইটস। পরে বড় ব্যবধানের জয়ও পায় সাকিব আল হাসানের দল। আজ খুলনা টাইটানসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস হেরে আগে ব্যাটিং পেয়েছে ঢাকা।

খুলনার শুরুটা ভালো হয়নি। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে মাহমুদউল্লাহর দল। সেই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ। আজও টস জিতে সিদ্ধান্ত পাল্টালেন না খুলনা অধিনায়ক। শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট দেখে হয়তো পরে ব্যাটিং করাই নিরাপদ বলে মনে করেছেন মাহমুদউল্লাহ।

রংপুরের বিপক্ষে ম্যাচে বল হাতে তেমন ভালো করতে পারেননি খুলনার কার্লোস ব্রাফেট। তাঁকে আজ একাদশের বাইরে রেখে প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড উইজেকে অন্তর্ভুক্ত করেছে খুলনা। ঢাকার একাদশে কোনো পরিবর্তন নেই। ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান কিন্তু টস হেরে খুশি। তাঁর ভাষ্য, ‘টস হেরে ভালোই হয়েছে। কি সিদ্ধান্ত নেব বুঝতে পারছিলাম না। আগের ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে ভালো সংগ্রহ পেয়েছিলাম।’