মাশরাফির তোপে কাঁপছে কুমিল্লা

টসে জিতে বোলিং বেছে নিয়েছেন মাশরাফি। ছবি: প্রথম আলো
টসে জিতে বোলিং বেছে নিয়েছেন মাশরাফি। ছবি: প্রথম আলো

স্টিভ স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ানস আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের। টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া রংপুর মাঠে নেমেছে দ্বিতীয় জয়টি তুলে নিতে। কুমিল্লারও লক্ষ্য দ্বিতীয় জয়। রংপুরের এটি তৃতীয় ম্যাচ হলেও কুমিল্লার দ্বিতীয়। এর মাঝেই মাশরাফির সামনে গুড়িয়ে গেছে কুমিল্লার ব্যাটিং লাইন আপ। ৭ ওভারে মাত্র ১৮ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কুমিল্লা। ৪ ওভারে ১১ রানে ৪ উইকেটই মাশরাফির!

বিপিএলের এই আসরে প্রথমবারের মতো আজকে খেলতে নামছেন বিধ্বংসী ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল। রংপুরের প্রথম দুই ম্যাচে তিনি খেলেননি। ফলে পরপর দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস জায়গা হারিয়েছেন। কুমিল্লার ব্যাটিং বিপর্যয়ের পর অবশ্য গেইলকে আজ অপ্রয়োজনীয় মনে হতে পারে!

ওদিকে প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে হারানো কুমিল্লা ভিক্টোরিয়ানস আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে।

রংপুর রাইডার্স মূল একাদশ: রাইলি রুশো, ক্রিস গেইল, মোহাম্মদ মিঠুন, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, ফরহাদ রেহা, সোহাগ গাজী

কুমিল্লা ভিক্টোরিয়ানস মূল একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ, এভিন লুইস, মেহেদী হাসান, এনামুল হক বিজয়, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।
কুমিল্লা ব্যাটিংয়ে নেমে অবশ্য ধাক্কা খেয়েছে। মাশরাফির বলে ফিরেছেন তামিম। ৩ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ১ উইকেটে ১৩।