আশরাফুল থেকে ইভান্স, বিপিএলের সেঞ্চুরির গল্প

গতকাল সেঞ্চুরির পর ইভান্স। ছবি: প্রথম আলো
গতকাল সেঞ্চুরির পর ইভান্স। ছবি: প্রথম আলো

বিপিএলে এই মৌসুমের প্রথম সেঞ্চুরিটি পেলেন রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। ২৩তম ম্যাচে এসে এবারের প্রথম সেঞ্চুরি পেল বিপিএল। সব মিলিয়ে বিপিএল ইতিহাসে এটি ১৩তম। ইভান্সের এই ইনিংসটি স্মৃতিতে তাজা থাকতে থাকতেই এই ১৩টি ইনিংসে আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২১টি সেঞ্চুরি ক্রিস গেইলের।

এর পাঁচটিই ক্যারিবীয় ব্যাটসম্যান করেছেন বিপিএলে।

বিপিএলে আর কারও দুটি সেঞ্চুরিই নেই।

বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি

ক্রিস গেইল

ডোয়াইন স্মিথ

আহমেদ শেহজাদ

শাহরিয়ার নাফীস

মোহাম্মদ আশরাফুল

এভিন লুইস

সাব্বির রহমান

জনসন চার্লস

লরি ইভান্স

সেঞ্চুরির তালিকা

গেইলের সেঞ্চুরি

১০১*      

বল ৪৪, চার ৭, ছক্কা ১০

বরিশাল-সিলেট, মিরপুর, ২০১১-১২

১১৬        

বল ৬১, চার ৬, ছক্কা ১১

বরিশাল-ঢাকা, মিরপুর ২০১১-১২

১১৪         

বল ৫১, চার ৫, ছক্কা ১২

ঢাকা-সিলেট, মিরপুর, ২০১২-১৩

১২৬*

বল ৫১, চার ৬, ছক্কা ১৪

রংপুর-খুলনা, মিরপুর, ২০১৭-১৮

১৪৬*     

বল ৬৯, চার ৫, ছক্কা ১৮

রংপুর-ঢাকা, মিরপুর, ২০১৭-১৮

 

অন্যদের সেঞ্চুরি

ডোয়াইন স্মিথ

১০৩*

বল ৭৩, চার ৬, ছক্কা ৬

খুলনা-সিলেট, মিরপুর, ২০১১-১২

 

আহমেদ শেহজাদ

১১৩*      

বল ৪৯, চার ১২, ছক্কা ৬

বরিশাল-রাজশাহী, ২০১১-১২

 

শাহরিয়ার নাফীস

১০২*      

বল ৬৯, চার ১২, ছক্কা ২

খুলনা-রাজশাহী, খুলনা, ২০১২-১৩

 

মোহাম্মদ আশরাফুল

১০৩*     

বল ৫৮, চার ১৪, ছক্কা ২

ঢাকা-খুলনা, মিরপুর, ২০১২-১৩

 

এভিন লুইস

১০১*

বল ৬৫, চার ৭, ছক্কা ৬

বরিশাল-ঢাকা, চট্টগ্রাম, ২০১৫-১৬

 

সাব্বির রহমান

১২২        

বল ৬১, চার ৯, ছক্কা ৯

রাজশাহী-বরিশাল,মিরপুর  ২০১৬-১৭

 

জনসন চার্লস

১০৫*     

বল ৬৩, চার ৯, ছক্কা ৭

রংপুর-কুমিল্লা, মিরপুর, ২০১৭-১৮

 

লরি ইভান্স

১০৪*

বল ৬২, চার ৯, ছক্কা ৬

রাজশাহী-কুমিল্লা, মিরপুর, ২০১৮-১৯

কোন মৌসুমে কত সেঞ্চুরি

২০১১-১২

২০১২-১৩

২০১৫-১৬

২০১৬-১৭

২০১৭-১৮

২০১৮-১৯

কোন দলের কত সেঞ্চুরি

 

বরিশাল

রংপুর

ঢাকা

খুলনা

রাজশাহী

কোন ভেন্যুতে কত সেঞ্চুরি

মিরপুর

১১

খুলনা

চট্টগ্রাম

দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেন পাকিস্তানি ব্যাটসম্যান।